আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী এহছানুল হক তাহের গতকাল বুধবার দুপুর থেকে বিকাল সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী, চাঁদনীঘাট, ঝালোপাড়া এলাকায় গণসংযোগ ও মতবিনিমিয় করেছেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, মাদকমুক্ত শহর গড়তে এবং সব ধরনের অপকর্ম শহর থেকে দূর করার জন্য কাজ করবো। জনসাধারণের যাতে রাস্তাঘাটে কোনো ধরনের অশান্তি না হয় কিংবা ছিনতাইকারীর হাতে না পড়তে হয় তার লক্ষ্যে প্রয়োজনীয় ও কার্যকরী ব্যবস্থা নেবো।
গণসংযোগ ও মতবিনিময়কালে আলমগীর রিয়াদ, হুমায়ুন রশীদ চৌধুরী, মিজানুর রহমান রুমন, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, মিজানুর রহমান মিজান, শরীফ আহমদ চৌধুরী, মোহাম্মদ আলী, নরুল হোসেন, সাজ্জাদ হোসেন, নুর মোহাম্মদ সাজু, দীপক মোদক বিলু, বিজিত চন্দ্র, মকবুল চৌধুরীসহ প্রায় অর্ধশতাধিক সাংগঠনিক ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি