বানিয়াচং (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরের পানিতে ডুবে শ্রেষ্ঠা দাশ নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত শ্রেষ্ঠা দাশ উপজেলার বসন্তপুর গ্রামের চন্দ্র দাশের কন্যা।
স্থানীয় সূত্র জানায়, শ্রেষ্ঠা সকালে বাড়ির উঠানে খেলা করার সময় পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক রাজিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।