ডাক ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় ঐক্যজোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী দিনভর নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন। এসময় তার সাথে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন। এছাড়া আরিফুল হক চৌধুরীর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছে সিলেট জেলা যুবদল।
গণসংযোগকালে আরিফুল হক চৌধুরী বলেন, নানা প্রতিবন্ধকতা, বাধা বিপত্তির মধ্য দিয়েও ইস্পাত কঠিন মনোবল নিয়ে আমি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি ভয় পাই না, কারণ সিলেটবাসী আমার সঙ্গে আছেন। অতীতে সুখে দুঃখে-দুঃসময়ে সিলেটের মানুষ যেভাবে আমাকে আগলে রেখেছেন তা আমি এবং আমার পরিবার কোনদিন ভুলব না। আর তাই, উন্নয়নকামী সিলেটবাসীর ভালোবাসা ও মমতার প্রতিদান হিসেবে আমি বাকী জীবন সিলেটের উন্নয়নে সঁপে দিয়েছি, জীবনের শেষ দিনটি পর্যন্ত আমি সিলেটের উন্নয়নে নিবেদিত থাকতে চাই।
শপিংমলে গণসংযোগ: সিলেট মহানগরী এলাকার লতিফ সেন্টার, সিটি সেন্টার, ওভারসিজ সেন্টার, ব্লু-ওয়াটার শপিং সিটি, জালালাবাদ মার্কেট, ইদ্রিস মার্কেট, সিলেট প্লাজাসহ সংলগ্ন মার্কেট ও বিপনী বিতানে গণসংযোগ করেন আরিফুল হক চৌধুরী ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জিন্দাবাজার এলাকায় গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আম্বরখানা ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুবুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, শ্রমিকদল মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি মাসুক এলাহী, যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল শুক্কুর, ব্যবসায়ী নেতা বদরুজ্জামান বদরুল।
আরিফুল হক চৌধুরী যোহরের নামাজ বন্দরবাজারস্থ কালেক্টরেট মসজিদে আদায় করেন এবং নামাজ আদায় শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময় এবং দোয়া কামনা করেন।
এদিকে, আরিফুল হক চৌধুরীর সহধর্মিনী সামা হক চৌধুরী বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর দাঁড়িয়াপাড়া, জল্লারপাড়, রিকাবীবাজার, মেডিকেল রোড এলাকা ও সংলগ্ন পাড়া মহল্লায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।
যুবদলের গণসংযোগ: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন সিলেট জেলা যুবদলের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মো. সাদিকুর রহমান সাদিকের নেতৃত্বে সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তারা। এসময় যুবদল নেতৃবৃন্দ এলাকার সর্বস্তরের মানুষের প্রতি ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, জেলা যুবদেলের যোগাযোগ সম্পাদক আলা উদ্দিন আলাই, কোম্পানিগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক নূরুল মুক্তাকিন বাদশা, যুবদল নেতা মন্তাজ হোসেন মুন্না, সামছুল ইসলাম টিটু, হাজী মো. মামুন আল রশীদ, মোহাইমিনুল ইসলাম সুহেল, মো. আব্দুল হক, নাজমুল ইসলাম রাসেল, আলি আহমদ, মিসবা উদ্দিন, আলী আশরাফ, মোজাম্মেল হোসেন সাদ্দাম, এমদাদ হোসেন ইমজাদ, ফয়সল কামরান, নাহিল আহমদ, রুহেল মিয়া ও নূরুল আমিন।