স্টাফ রিপোর্টার ঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পথে আগামী রোববার সিলেট ওসমানী বিমানবন্দরে যাত্রা বিরতি করবেন। তিনি আগামীকাল শনিবার লন্ডন থেকে দেশের উদ্দেশে যাত্রা করবেন। তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ফ্লাইট নং বিজি-২০২ রোববার সকাল ৯টা ২৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এসময় তিনি বিমানবন্দরে ১ ঘণ্টা যাত্রা বিরতি করবেন। পরে সকাল ১০টা ২৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।