নির্বাচনের নামে ‘কোনো খেলায়’ বিএনপি অংশ নেবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন দলটির নেতা নজরুল ইসলাম খান।
এই বছর শেষে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ নেতাদের আহ্বানের প্রেক্ষাপটে গতকাল সোমবার এক আলোচনা সভায় বক্তব্যে এই হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
নজরুল বলেন, “একটা গণতান্ত্রিক দল বা জোট হিসেবে আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হাত বদল চাই। কিন্তু নির্বাচনের নামে কোনো খেলায় আমরা যোগ দিতে চাই না।”
দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি বলে আসছে, ‘ভোটারবিহীন’ ওই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার পর একাদশ সংসদ নির্বাচনও সেভাবে করতে চাইছে।
খালেদা জিয়ার মুক্তির দাবি সর্বাগ্রে জানিয়ে নজরুল বলেন, “আমাদের বেসিক দাবি- সংসদ ভেঙে দিতে হবে, সরকারকে নিরপেক্ষ বানাতে হবে। আমরা প্রশাসনের নিরপেক্ষতা চাই, আমরা নির্বাচন কমিশন নিরপেক্ষ চাই এবং আমরা সমস্ত রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি চাই।”
বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে ‘ঐক্যবদ্ধ গণ-আন্দোলন’ গড়ে তোলার আহ্বানও জানান নজরুল।
জাতীয় প্রেসক্লাবে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ নামে সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, দলের নেত্রী মেহেরুননেসা হকসহ অন্যদের মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়।
সংগঠনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও মো. সেলিম মিঞার পরিচালনায় আলোচনা সভায় ২০ দলীয় জোটের শরিক ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, আবদুল আউয়াল খান, কেন্দ্রীয় নেতা আলমগীর হোসেন, হায়দার আলী লেলিন, আরিফা সুলতানা রুমা, মিয়া মো. আনোয়ার বক্তব্য রাখেন।