॥ ছাতকে নৌ-পথে চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে সুরমা নদীর গোয়ালগাঁও নামক স্থান থেকে ছাতক থানার এসআই অরুণ কুমার দাস ও জহিরের নেতৃত্বে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন-শহরের মন্ডলীভোগ এলাকার বশির মিয়ার পুত্র জাহান মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মৃত নুরুল হকের পুত্র কবির আহমদ ও একই উপজেলার ইছাকলস গ্রামের মৃত আবুল মিয়ার পুত্র মজনু মিয়া।
পুলিশ সূত্র জানায়, ছাতক সুরমা নদী, চেলা নদী ও পিয়াইন নদী থেকে পাথর, বালু ও সিঙ্গেল বহনকারী নৌকা থেকে তারা বিভিন্ন সংস্থার নামে চাঁদা আদায় করে আসছে। এ নিয়ে তাদের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগ রয়েছে। ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, চাঁদা আদায়কালে কোন বৈধ কাগজ-পত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়।