সিলেটের সুরমা নদীতে নিখোঁজ আলাল (১২) নামে এক শিশুকে খুঁজতে ৬ ঘণ্টা ধরে অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি। ঘটনাটি দক্ষিণ সুরমা টেকনিক্যাল মেস্তরী রোড এলাকায় ঘটে। আলাল মেস্তরী রোডের একটি কলোনির বাসিন্দা বদর উদ্দিনের পুত্র।
দুপুরে আলাল তার বাবার ভ্যান গাড়ি নিয়ে সুরমার তীর ঘেঁষা সড়ক দিয়ে চালাচ্ছিল। এসময় অসতর্কতাবশত ভ্যান গাড়িটি সুরমা নদীতে পড়ে যায়। এতে গাড়ি এবং আলাল পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু'জন ডুবুরি আলালকে উদ্ধারের চেষ্টা চালান। আলালের বাবা বদর উদ্দিন একজন ভ্যান চালক।
আলাল নিখোঁজ হওয়ার ঘটনাটি পথচারী লোকজন দেখেন। সাথে সাথে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি করেও আলালের সন্ধান পাননি। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে দুইজন ডুবুরি সন্ধ্যা পর্যন্ত আলালকে উদ্ধারের চেষ্টা চালান।
সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আজ বুধবার সকাল থেকে পুনরায় আলালকে উদ্ধারের চেষ্টা চালানো হবে।