হবিগঞ্জের লাখাইয়ে মানবতা বিরোধী অপরাধের একটি মামলার পলাতক আসামী ছালেক মিয়াকে (৭০) গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশ সোমবার তাকে ওই উপজেলার জিরুন্ডা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়েছে। তবে, একই মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত অভিযুক্ত অপর আসামী আওয়ামী লীগ নেতা ছাব্বির আহমেদ হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়ক এলাকার ভাড়াটিয়া বাসা থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
ডিবি পুলিশ জানায়, রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের একটি বেঞ্চ হবিগঞ্জের উল্লেখিত দুই ব্যক্তির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এর প্রেক্ষিতে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জিরুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ছালেক মিয়াকে গ্রেফতার করে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছালেক মিয়াসহ দুই জনের বিরুদ্ধে ঢাকায় মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হলে পুলিশ ছালেক মিয়াকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার সকালে ছালেক মিয়াকে ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, লাখাই উপজেলার মুড়িয়াউক-জিরুন্ডা এলাকায় ৭১’ সালে পাকিবাহিনীর সহযোগিতায় তৎকালীন পাকিস্তান নেজামী ইসলাম পার্টি নেতা মাওলানা শফী উদ্দিনসহ রাজাকাররা হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও ভাংচুরসহ নানা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়।