স্টাফ রিপোর্টার ॥ সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার কলবাখানিতে সাড়ে ছয় বছরের এক স্কুল ছাত্রীর উপর পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার মূল হোতা দুলাল (৩০) নামের ওই যুবক কলবাখানি মায়াবাড়ির বাসিন্দা। গতকাল শুক্রবার ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে দুলাল পলাতক রয়েছে।
নির্যাতিত শিশুর বাবা জানান, সবাই যখন জুমার নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন দুলাল নামক বখাটে দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় ঝাপটে মেরে তার মেয়েকে দোকানের ভেতরে নিয়ে যায়। সাঁটার বন্ধ করে তার উপর পাশবিক নির্যাতন চালায়। হঠাৎ আশপাশের লোকজন বন্ধ দোকানের ভেতর থেকে কান্নার শব্দ শুনে সাঁটারে ধাক্কা দেন। সাঁটার খুললে শিশুটিকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার(ওসিসি)-এ ভর্তি করা হয়েছে। মেয়েটি নগরীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে।
বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন জানান, একটা অভিযোগ আমাদের কাছে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসিসির প্রতিবেদন ও বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিবে। দুলাল পলাতক রয়েছে বলেও জানান ওসি।