নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে শারমিন আক্তার(২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ রান্না ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। তিনি গ্রামের ওমান প্রবাসী শাহজাহান মিয়ার ২য় স্ত্রী ও এক সন্তানের জননী। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে কোন এক সময় শারমিন আক্তার রান্নাঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের সদস্যরা শারমিনের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।