হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেলসহ সাইকেল চোর সিন্ডিকেটের ৬ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। এ সময় চুনারুঘাটের হুয়ারকুল গ্রামের আব্দুল মমিনের পুত্র মনিরুজ্জামান, হবিগঞ্জ শহরের উমেদনগরের আপ্তাব উদ্দিনের পুত্র ফয়সল আহমেদ, সদর উপজেলার মিঠুরচক গ্রামে আব্দুন নুরের পুত্র আব্দুল মালিক সোহেল, জঙ্গল বহুলার আব্দুল কুদ্দুছের পুত্র উদয় মিয়া, একই এলাকার খেলু মিয়ার পুত্র আক্তার হোসেন, বানিয়াচং উপজেলার আনোয়ারপুর গ্রামের কাশেম আলীর পুত্র জাকির মিয়াকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল। সম্প্রতি সিসি ক্যামেরার ফুটেজ দেখে কয়েকজন মোটরসাইকেল চোরকে সনাক্ত করা হয়। এরপর থেকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।