ডাক ডেস্ক : ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৪ হলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ২০টি রামদা ও এক বস্তা পাথর উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহ আমানত হল, সোহরাওয়ার্দী, এ এফ রহমান এবং আলাওল হলে এ অভিযান চালানো হয়।
এ সময় কাউকে আটক করা হয়নি জানিয়ে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন বলেন, ছাত্রলীগের দুগ্রুুপের সংঘর্ষ থামাতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০টি রামদা ও এক বস্তা পাথর উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকেল ৩টার দিকে মিছিলে অংশ নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয় ছাত্রলীগের ওই দুই গ্রুপের। বিশ্ববিদ্যালয়ের বগি ভিত্তিক সংগঠন সিএফসি ও বিজয় গ্রুপের মধ্যে থেমে থেমে এ সংঘর্ষ রাত পর্যন্ত চলে।