প্রকৃতি তন্দ্রায়িত ঘুছেনি আঁধার
বেদনার বেড়াজাল হেরে
হৃদয় কাঁপে বারেবারে
নিঃশ্বাসে নিঃশ্বাসে মনে গভীর স্পন্দন
মনে পড়ে কোথায় স্বর্গ কোথায় নরক
কবির এ চয়ন।
কখন মাথা তুলে নবাগত কোলে
মা করবে আলিঙ্গন
সকল দুঃখ ভুলে করবে
নবাগতের ললাট চুম্বন
হায় ঈশ্বর, তোমার এ কোন
জন্ম মৃত্যুর খেলা
বিস্ময় জাগে দেখে
আলো আঁধারের এ নিত্য লীলা।