স্পোর্টস ডেস্ক : সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিলেট সিক্সার্স এর পৃষ্ঠপোষকতায় এবং ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির পরিচালনায় আজ রোববার থেকে মাঠে গড়াচ্ছে “সিলেট সিক্সার্স ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৮-২০১৯”।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় লীগের উদ্বোধন করবেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট সিক্সার্স এর চেয়ারম্যান সাহেদ মুহিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর, বাফুফে’র কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
উদ্বোধনী খেলায় জিমখানা ক্লাব ইয়ুথ সেন্টার ক্লাবের মুখোমুখি হবে।
এদিকে, ১ম বিভাগ লীগ এর জার্সি বিতরন গতকাল শনিবার সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার হল রুমে অনুষ্ঠিত হয়। লীগে অংশগ্রহনকারী ১০টি দলকে এ সময় জার্সি প্রদান করা হয়। জার্সি বিতরন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদ সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ সদস্য বিজিত চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু, ক্রিকেট লীগ কমিটির সম্পাদক সৈয়দ তকরিমুল হাদি কাবি, ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি আবদুর রকিব, সহ-সভাপতি পাপলু দত্ত, সম্পাদক এটিএম ইকরাম, দেশদর্পনের স্পোর্টস এডিটর মোহাম্মদ বদরুদ্দোজা বদর, বিসিবি জেলা কোচ মো. রানা মিয়া, এবং লীগে অংশগ্রহনকারী ক্লাব প্রতিনিধিবৃন্দ।