জকিগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা ঃ জকিগঞ্জ পৌরসভার চিরপাল গ্রামে দু’পক্ষের বিরোধের কারণে একটি জামে মসজিদ দীর্ঘদিন থেকে বন্ধ ছিলো। এ নিয়ে দুটি পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করে আসছিল। মসজিদ নিয়ে সৃষ্ট বিরোধকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টায়ও করা হয়। অবশেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার থানা কমপ্লেক্সে প্রবাসী হেল্প ডেক্স মিলানায়তনে উভয় পক্ষের সাথে বৈঠক করে দীর্ঘদিনের বিরোধ নিরসন করে বন্ধ মসজিদটি খুলে দেন।
মসজিদ নিয়ে দু’পক্ষের দীর্ঘদিনের বিরোধ ওসি হাবিবুর রহমান হাওলাদার দ্রুত সময়ের মধ্যে আপসের মাধ্যমে নিরসন করায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তার প্রশংসা করা হচ্ছে।
বিরোধ নিরসনকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল, এক পক্ষের শাহারিয়ার আলম শিব্বির, অপরপক্ষের আব্দুস সামাদ, যুবলীগ নেতা নুরুল হক অনুসহ এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ ।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, চিরপাল গ্রামের শাহারিয়ার চৌধুরী শিব্বির ও আব্দুস সামাদ পক্ষের লোকজনের চরম বিরোধের কারণে দীর্ঘদিন থেকে চিরপাল জামে মসজিদ বন্ধ ছিলো। সম্প্রতি সময়ে এ জের ধরে বিদ্যুৎ লাইনের প্রসঙ্গ এনে আব্দুস সামাদ শাহারিয়ার চৌধুরী শিব্বিরের বিরুদ্ধে সিলেটের পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছিলেন। এ অভিযোগের তদন্ত করতে গিয়ে আমি বিরোধের মূল কারণ চিহ্নিত করতে সক্ষম হই। পরে এলাকার লোকজন ও দু’পক্ষকে নিয়ে আপস বৈঠক করে বেশ কয়েকদিন থেকে বন্ধ থাকা মসজিদটি খুলে দেই। আপস বৈঠকে উভয় পক্ষের লোকজন সন্তুষ্ট হয়ে অঙ্গীকার করেছেন মসজিদ নিয়ে আর কোন পক্ষ বিরোধ সৃষ্টি করবে না।