মোহাম্মদ আব্দুল হক
বড়ো বড়ো মাছের পেটে
ডিম-যে হলুদ সোনা
সেই ডিমেরই ভিতর থেকে
আসলো মাছের পোনা।
পুকুর জলে পাতার তলে
শোল মাছেরই পোনা
রঙিন পোনা দেখতে পেয়ে
লাফায় বাবুই সোনা।
ধীরে ধীরে পুকুর পারে
ভীড় করেছে সবে
এত্তো লোকের ভীড়ে বুঝি
মাছের পোনা রবে।
মাছের পোনা মাছের পোনা
ডাকে বাবুই সোনা
ভয়ে পালায় গভীর জলে
ছোট্ট মাছের পোনা।