সুনামগঞ্জের দোয়ারাবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ এর প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ফাইনাল খেলায় উপজেলা পর্যায়ে মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে পলিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ছেলেদের চ্যাম্পিয়ন হয়েছে টেংরা সরকারি প্রাথমিক বিদালয়।
বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, সহকারী শিক্ষা অফিসার আবু রায়হান, প্রধান শিক্ষকদের মধ্যে গৌরচাঁদ, জিল্লুর রহমান, সুপ্রভা রানী কর, বিধান চন্দ্র দাস, কাজী শাহজাহান, সামছুল ইসলাম, সুষমা রানী হাওলাদার, ফয়সাল আহমদ, আব্দুর রশিদ, আবুল কাশেম, জিয়াউর রহমান, রিপন মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আবুল মিয়া প্রমুখ।