অ্যাথলেটিক্সে বেশ পুরনো একটি রেকর্ড ভেঙেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন দালিলাহ মুহামাদ। ৫২ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট।
গত রোববার আইওয়াতে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপে এই কীর্তি গড়েন মুহামাদ। ২০০৩ সালে ৫২ দশমিক ৩৪ সেকেন্ডে আগের রেকর্ডটি গড়েছিলেন রাশিয়ার ইউলিয়া পেচোঙ্কিনা।
এই ইভেন্টে প্রথম মার্কিন অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সোনা জেতা মুহামাদের এর আগে ব্যক্তিগত সেরা টাইমিং ছিল ৫২ দশমিক ৬৪ সেকেন্ড।