দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের মঞ্জলাল গ্রামে গত ৮ আগস্ট রাত ৮ টার দিকে গ্রামের সাদেক মিয়ার ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের সাথে সাথে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের উত্তাপ বেশি থাকায় সাদেক মিয়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে বাড়ীর অন্যান্য ঘর স্থানীয় জনসাধারণের প্রচেষ্টায় রক্ষা করা সম্ভব হয়। অগ্নিকান্ডে সাদেক মিয়ার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গ্রামে পৌঁছলে বাড়ীর রাস্তা ছোট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। অগ্নিকান্ডের কোন কারণ জানা যায়নি।
অগ্নিকান্ডের খবর পেয়ে সিলেটের জেলা প্রশাসকের পক্ষ থেকে গত শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী সাদেক মিয়ার বাড়ীতে গিয়ে ২ বান ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা প্রদান করেন।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সাহেল আহমদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে জানান, বাড়ীতে যাওয়ার পর্যাপ্ত রাস্তা না থাকায় দমকল বাহিনীর গাড়ী নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে স্থানীয় জনসাধারণের আন্তরিকতায় আশেপাশের ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।