স্টাফ রিপোর্টার ঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি সমূহের মধ্যে রয়েছে- জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দিনব্যাপী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৮ আগস্ট সকাল ১১ টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের লেকচার গ্যালারি-১ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচি সমূহে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে উপস্থিত থাকার জন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ কে এম দাউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।