দক্ষিণ সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা ঃ পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান এমপি বলেছেন, দেশকে এগিয়ে নিতে ও দেশের উন্নয়নে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। গতকাল বুধবার বেলা ৩ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তলায় বিজয় সমাজকল্যাণ সংস্থার অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
সংস্থার সভাপতি মনোয়ার হোসেন হিমেলের সভাপতিত্বে মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনাবোধে বিশ্বাসী। কোনো দ্বিধাবিভক্তিতে না থেকে উন্নয়নের সাথে থাকতে হবে।
সাধারণ সম্পাদক আবু সালেহ জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান আসাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন।