নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জের পিকআপ ভ্যান গাড়ী চালক চঞ্চল মিয়াকে (২৫) নিখোঁজের ২ দিন পর আউশকান্দি এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। চঞ্চল নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের সওলারপাড় গ্রামের আব্দুস সালামের পুত্র।
চঞ্চল জানান, ঈদের দিন পিকআপ গাড়ীযোগে গরুর চামড়া নিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যান তিনি। চামড়া রেখে বাড়িতে আসার পথে মাধবপুর বাজারের নিকটে ঢাকা-সিলেট মহাসড়কে হেনা পরিবহনের একটি বাস তাকে চাপা দিতে চাইলে তিনি পিকআপটি দ্রুত সরানোর সময় অপর একটি পিকআপ গাড়ীর সাথে তার গাড়ীটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় লোকজন এসে তাকে মারপিট শুরু করে। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। দুইদিন কে কোথায় তাকে নিয়ে রেখেছে তিনি বলতে পারেননি।
চালক চঞ্চল মিয়ার ভাই মুক্তার মিয়া জানান, ঈদের দিন বিকেলে কোরবানী শেষে ছোট ভাই চঞ্চল একটি পিকআপ ভ্যান গাড়ীতে করে চামড়া নিয়ে মাধবপুর উপজেলায় যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিলো। গতকাল বুধবার আউশকান্দি বাজার থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করি। ইনাতগঞ্জ বাজারে চিকিৎসা দেয়ার পর তার জ্ঞান ফিরে আসে।