কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : চা বাগান এলাকায় মাদক বিরোধী আন্দোলনের অংশ হিসেবে কমলগঞ্জের কানিহাটি চা বাগানে চুলাই মদ তৈরীর দশটি মিনি কারখানা ভেঙ্গে দেয়া হয়েছে। শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েল আহমদ, শমশেরনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, ওয়ার্ড ইউনিয়ন সদস্য সীতারাম বীন ও জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবি দাসের নেতৃত্বে কানিহাটি চা বাগানে এই মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ অভিযানে কানিহাটি চা বাগানের ১০টি শ্রমিক ঘরের চুলাই মদ তৈরীর আখড়া ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে কানিহাটি চা বাগান পঞ্চায়েত সভাপতি প্রতাপ রিকিয়াসনও উপস্থিত ছিলেন। গত শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান আন্দোলনের মাধ্যমে এসব চুলাই মদের কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়। শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, গত কয়েক সপ্তাহ ধরে চুলাই মদ তৈরী বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। সাথে সাথে চা বাগানে যাতে কোন প্রকার মাদক ব্যবসা না হয় তারও নির্দেশনা দেওয়া হয়। এরপরও কিছু সংখ্যক মাদক ব্যবসায়ী নিজ ঘরে চুলাই তৈরী অব্যাহত রেখেছিল। তাই শনিবার অভিযান চালিয়ে সেই চুলাই মদের আখড়া ভেঙ্গে দেওয়া হয়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী চা বাগানে চুলাই মদ মদের আখড়া গুঁড়িয়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এরপরও কেউ চুলাই মদ তৈরী ও ব্যবসা করলে পরবর্তীতে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।