হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে দিনে দুপুরে চা বাগান শ্রমিকদের সাপ্তাহিক বিলের প্রায় ১২ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে একদল দুর্বৃত্ত। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে প্রায় অর্ধেক টাকা উদ্ধার করতে সক্ষম হলেও ছিনতাইকারীদের আটক করতে পারেনি।
গতকাল বুধবার বেলা ১টার দিকে উপজেলার পুটিজুরী বাজারে অবস্থিত পূবালী ব্যাংক থেকে টাকা নিয়ে বৃন্দাবন চা বাগানে যাবার পথে মন্ডলকাপন নামকস্থানে এ ঘটনাটি ঘটে।
বাগান কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, বৃন্দাবন চা বাগান শ্রমিকদের সাপ্তাহিক ভাতার ১১ লাখ ৮০ হাজার টাকা ব্যাংক থেকে তুলে চা বাগানের কেরানী খুর্শেদ মিয়া ও ‘গুদামবাবু’ মোশাহিদ মিয়া গাড়ি নিয়ে বাগানের দিকে রওয়ানা হন। তারা মন্ডলকাপন গ্রামের রাস্তায় প্রবেশ করতেই আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার ভয় দেখিয়ে তাদের সাথে থাকা ১১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কেরানী খুর্শেদ মিয়া ও ‘গুদামবাবু’ মোশাহিদ মিয়া দুর্বৃত্তদের কয়েকজনকে চিনতে পেরেছেন বলে পুলিশকে জানান। সাথে সাথে পুলিশ অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় অর্ধেক টাকা উদ্ধার করেছে।
স্থানীয় ইউপি মেম্বার জসিম উদ্দিন বলেন, উপজেলার মন্ডলকাপন গ্রামের রসুন মিয়ার পুত্র হারিক মিয়া (৩০) ও একই গ্রামের রাজা মিয়ার পুত্র জুয়েল মিয়ার (২৮) বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে কিছু টাকা উদ্ধার করেছে। এখনও সেখানে অভিযান চলছে। তবে, হারিক ও জুয়েল মিয়া পলাতক রয়েছে।
বৃন্দাবন চা বাগানের ম্যানেজার নাসির উদ্দিন টাকা ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার ছিল বাগানের শ্রমিকদের পেমেন্ট দেয়ার দিন। তবে, কত টাকা উদ্ধার করা হয়েছে তিনি তা জানাতে পারেননি।
বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজাম্মান বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত ৬ লক্ষ ৮৬ হাজার টাকা উদ্ধার হয়েছে। বাকী টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।