সংসারের সুখ-দুঃখ
নিয়ে জীবন কার্য
বয়ে বেড়ায় সর্বত্র।
জন্ম থেকে মৃত্যু
মানব জনম করো সার্থক।
কেহ বা ব্যার্থ জগৎ সংসারে
বৃহৎ পরিশ্রম করেও কেহ দীন-হীন
কেহ একটি খত দিয়ে লাখপতি
সবই যে কপালের লিখন
খ-ানো যায় না কপাল থেকে।
জীবনের সিঁড়ি দীর্ঘায়িত হবে
মেনে নেয় সে তো সুবোদ
জীবনের শুরুতে বুঝা যায় না
মধ্য বয়সে এসে ক্লান্তি যবে
ভাগ্য পরিবর্তন করো কারো হয়?
তবে ধৈর্য ধরে কর্মে নিয়োজিত
ফলাফল একদিন সুদিনের কাতারে
ভোগ করবে শান্তিপূর্ণ জীবন
জীবন একটাই কপাল একটাই
বেঁচে থাক মানবের দীর্ঘ সমরে।
বাঁচার জন্য রুজি রোজগার
এর মাঝে ভাগ্য নিহিত
কেহ বা রাজা-রাণীর তকদির
আবার কেহ বা ফকির
সবাই মানব, কিন্তু সবার ভাগ্যাকাশ ভিন্ন
এ যে সৃষ্টিকর্তার খেলা।