সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের ঘাসিটুলা এলাকায় প্রোডাকশন ওয়াটার টিউবয়েলের কাজে চাঁদা না দেয়ায় শ্রমিকের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত টিউবয়েল শ্রমিক আরিফুল। গুরুতর আহত আরিফুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেছেন।
জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ঘাসিটুলা এলাকায় প্রোডাকশন টিউবয়েল স্থাপনের জন্য গত ১০ নভেম্বর নির্মাতা প্রতিষ্ঠানের টিউবয়েল শ্রমিক লোকজন তাদের কাজের যন্ত্রপাতি নিয়ে আসে। পরের দিন সন্ত্রাসী চাঁদাবাজ ১০ জনের একটি সংঘবদ্ধ দল এসে বলে এখানে টিউবয়েল এর কাজ করতে হলে দু লাখ টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে তাদেরকে প্রাণে হত্যা করে ফেলবে বলে হুমকি প্রদান করে তারা।
গতকাল বিকেলে সন্ত্রাসী রুমেল, মাসুম, আকিল ও রাসেলের নেতৃত্বে সন্ত্রাসীরা টিউবয়েল শ্রমিক আরিফুলের উপর দেশীয় অস্ত্র দা, কিরিস, রড, লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা করে গুরুতর আহত করে।
আরিফুল হক জানান, তিনি কোতয়ালী থানায় যোগাযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মামলার প্রস্তুতি চলছে।
কোতয়ালী থানার ওসি সেলিম মিয়া জানান, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে সিসিক কাউন্সিলর তারেক উদ্দিন তাজের সাথে যোগাযোগ করলে উনার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।