সিলেট নগরীর দক্ষিণ সুরমাস্থ টেকনিকেল রোডের সাধুরবাজারে গ্যাস সিলিন্ডারের দোকানে সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ইসরাত এন্টারপ্রাইজ নামের একটি সিলিন্ডারের গুদামে সিলিন্ডার লিক হয়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামের সিলিন্ডারের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে অথবা একাধিক বিষ্ফোরণ ঘটলে ভয়াবহ অবস্থা হতো বলে জানান ফায়ার সার্ভিসের টিম লিডার জসিম উদ্দিন। পাশেই পদ্মা ও যমুনা তেলের ডিপো রয়েছে। ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা রোধ করা গেছে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে ইসরাত এন্টারপ্রাইজ নামের সিলিন্ডারের দোকানে আগুন ও ধোঁয়া উড়তে দেখা যায়। খবর পেয়ে আলমপুর ও তালতলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দোকানে রাখা সকল সিলিন্ডার রাস্তায় নিয়ে আসা হয়। ফলে সড়কের দ্ইুদিক থেকে গাড়িতে থাকা যাত্রী সাধারণের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আলমপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জসিম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তিনি বলেন, পাশেই পদ্মা ও যমুনা কোম্পানির তেলের ডিপো। একাধিক সিলিন্ডার বিস্ফোরিত হলে তা ভয়াবহ অবস্থার সৃষ্টি হতো । দোকানের মালিক নুরুল ইসলামকে পাওয়া যায়নি বলে জানান তিনি। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।