স্পোর্টস ডেস্ক : সিলেট জেলা স্টেডিয়ামে চলমান ‘মাহা’ দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে অগ্রদূত ক্রীড়া চক্র ও শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব পয়েন্ট ভাগাভাগি করেছে।
গতকাল রোববার অনুষ্ঠিত ম্যাচে তারা ১-১ গোলে ড্র করে। ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন শেখঘাট পাইওনিয়ার্স ক্লাবের নব। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মঈন উদ্দিন আহমদ।
আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে লীগের প্রথম সেমিফাইনালে। বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে অগ্রদূত ক্রীড়া চক্র।