শেষের পাতা

এ অঞ্চলের মানুষ ধর্মভীরু হলেও বেশি দুর্নীতি করে: দুদক কমিশনার

প্রকাশিত হয়েছে: ২৪-০১-২০২০ ইং ০৩:২৯:১৮ | সংবাদটি ১৮০ বার পঠিত
Image

ডাক ডেস্ক : এশিয়ার এই অঞ্চলের মানুষ ধর্মভীরু হওয়ার পরও ব্যাপক দুর্নীতি করে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম।
বুধবার সিরাজগঞ্জে দুদকের এক গণশুনানিতে তিনি বলেন, “দক্ষিণ এশিয়ার মানুষ বেশি ধর্মভীরু, অথচ এ অঞ্চলের মানুষ বেশি দুর্নীতি করে। এ দুর্নীতিই বাংলাদেশের জিডিপি অর্জনের আড়াই থেকে তিন ভাগ খেয়ে ফেলছে।”
সকালে জেলা শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ‘জনতার শক্তি, রুখবে দুর্নীতি’ শ্লোগানে আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে তিনি আরও বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। এজন্য দুর্নীতিবাজ মানুষকে আগে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, তারপর আল্লাহপাকের কাছে ক্ষমা চাইতে হবে। তবেই সে ক্ষমা পেতে পারে।
“দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত ১৪১টি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত দেড় বছরে দুদকে ৩৭ লাখের বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে অর্থ আত্মসাতের অভিযোগই বেশি।”
যেসব অভিযোগের তদন্ত করার ক্ষমতা দুদকের হাতে নেই সেগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
গণশুনানি অনুষ্ঠানের আগে মনসুর আলী অডিটোরিয়ামে সভা হয়। এরপর গণশুনানি শুরু হয়।
গণশুনানিতে বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে করা ৪৩টি অভিযোগ উত্থাপিত হয়। এর মধ্যে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের এক স্বাস্থ্য-শিক্ষা অফিসারের অনিয়ম ও দুর্নীতি, একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বদলিজনিত কারণে উৎকোচ দাবি এবং সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে ভিজিডি কার্ডের অর্থ আত্মসাতের অভিযোগ আমলে নিয়ে দুদকের তদন্তের নির্দেশ দেওয়া হয়।
বাকিগুলো বিভাগীয় তদন্তের মাধ্যমে ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে নিস্পত্তি করার জন্য নির্দেশ দেন দুদক কমিশনার।
গণশুনানিতে দুদক সিরাজগঞ্জ-পাবনা সম্বনিত কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক ফারুক আহাম্মাদের সভাপতিত্বে দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক মোর্শেদ আলম, সিরাজগঞ্জ-পাবনা অঞ্চলের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল আহম্মেদ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

ফেসবুকে সিলেটের ডাক

শেষের পাতা এর আরো সংবাদ
 • কতোয়ালী থানা পুলিশের পৃথক অভিযান
 • প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন হবিগঞ্জের উচাইল শংকরপাশা শাহী জামে মসজিদ
 • করোনা ভাইরাস: সিলেট বিভাগে ৪ সপ্তাহের ব্যবধানে সুস্থতার হার ৫০.৩৫ থেকে ৭৯.২১ জেলায় ৩৩.৭৬ থেকে ৭৯. ২৩ এ উন্নিত
 • সিকৃবিতে বঙ্গবন্ধুর পরিকল্পিত অর্থনীতি শীর্ষক সেমিনার
 • দোয়ারাবাজারে প্রেমের টানে ভারতীয় তরুণী: অতপর জেলে
 • সিলেটে ওয়ার্ড আ’লীগ সভাপতি মিরণের সহধর্মিনীর মৃত্যুতে মহানগর আ’লীগের শোক
 • মাহি উদ্দিন সেলিমের শাশুড়ির মৃত্যুতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার শোক
 • মেয়র আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
 • চান্দাই মাঝপাড়ায় সন্ত্রাসী ঘটনা জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ
 • মহান শিক্ষা দিবস আজ
 • হরিপুরে রান্না করে পাখির মাংস বিক্রি ॥ রেস্টুরেন্ট মালিককে জরিমানা, ৮টি জীবিত বক উদ্ধার
 • গ্রীসে দুর্বৃত্তদের গুলিতে নবীগঞ্জের দুই প্রবাসী খুন
 • দেশে ফিরেছেন আ.লীগ নেতা শফিক চৌধুরী
 • দোয়ারাবাজারে একাদশ শ্রেণীর অতিরিক্ত ভর্তি ফি ফেরত দিতে নির্দেশ
 • কমলগঞ্জে পোল্ট্রি খামারে সাড়ে ৬শ’ সোনালী মোরগের মৃত্যু
 • শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ
 • কর কমিশনারের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
 • দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১ জনের প্রাণহানি, শনাক্ত ১৬১৫ দেড় মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু
 • মাদক, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধে তরুণ সমাজকে সচেতন হতে হবে::আশফাক আহমদ
 • সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির মামলায় সাক্ষীদের দুদকের জিজ্ঞাসাবাদ
 • Image

  Developed by:Sparkle IT