'/> SylheterDak.com.bd
সাহিত্য

খুলে দাও দুয়ার নিসর্গনৃপতির

আশরাফ হাসান প্রকাশিত হয়েছে: ০৯-০২-২০২০ ইং ০০:০০:১৬ | সংবাদটি ১৬০ বার পঠিত
Image


যদি পারো
রোদের মলাট খুলে দেখে নাও ভোরের রঙ
রাতজাগা চাঁদকে পাঠ করো প্রেমের বর্ণমালায়
বৃষ্টির দরোজায় কান পেতে শোনো ফসলের কান্না

যদি পারো
স্মৃতির ভাঁজ খুলে ঘ্রাণ নাও বেদনার
বিবমিষায় বিষাক্ত করেছিল যারা জলজোছনা
নৃনন্দনে জেগেছিলো আকন্ঠ প্রাণতৃষ্ণা

যদি পারো
আরেকবার ঘুরে এসো ঘুমিয়ে যাওয়া গ্রাম
দোয়েলের কণ্ঠ থেকে তুলে আনো সুরের বিতান
বুকের নিঃশ্বাস ঢালো আকাশের নীলে

যদি পারো
আরেকটি স্লোগানে মুখরিত করো সোহরাওয়ার্দী উদ্যান
প্রেমিকার নিঃশ্বাসের মতো --
বিমুক্ত বাতাসে বদলে দাও নগরদূষণ
পোড়ে যাওয়া ঘাসের হৃদয়;

যদি পারো
তবে খুলে দাও সবক'টি দুয়ার নিসর্গনৃপতির!

 

শেয়ার করুন

Developed by:Sparkle IT