প্রথম পাতা

ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ প্রাপ্তি নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র

ডাক ডেস্ক প্রকাশিত হয়েছে: ২২-০৫-২০২০ ইং ২২:৪৯:৪৩ | সংবাদটি ২৩৮ বার পঠিত
Image

করোনা ভাইরাসের চিকিৎসায় ব্যবহারের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের প্রস্তুতকৃত পরীক্ষামূলক ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ পেতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ আস্ট্রাজেনেকা কোম্পানির সম্ভাব্য এই করোনা টিকার প্রথম দফার ১০০ কোটি ডোজের প্রায় এক-তৃতীয়াংশই পাবে দেশটি। এজন্য যুক্তরাষ্ট্র কোম্পানিটিকে ১২০ কোটি ডলার দেবে । খবর রয়টার্স’র। 

করোনাভাইরাসের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও কার্যকর টিকা উদ্ভাবিত হয়নি। সবই পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবু বিশ্বনেতারা টিকাকেই স্থবির অর্থনীতি পুনরায় সচল করতে মূল চাবিকাঠি হিসেবে বিবেচনা করছেন। এতে টিকা প্রাপ্তির জন্য বৈশ্বিক প্রতিযোগিতা শুরুর কাছাকাছি পৌঁছে গেছেন তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার টিকা দাবি করার পর দেশটির স্বাস্থ্য ও মানবসেবা (এইচএসএস) কর্তৃপক্ষ যুক্তরাজ্যের ওষুধ নির্মাতা আস্ট্রাজেনেকাকে ১২০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র টিকার ৩০ কোটি ডোজ প্রাপ্তি নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী আলেক্স আজার বলেন, ২০২১ সালের মধ্যে একটি নিরাপদ, কার্যকর ও ব্যাপকভাবে প্রাপ্ত করোনার টিকার জন্য আস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি অপারেশন ওয়ার্প স্পিডের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এর আগে সম্ভাব্য এই টিকাটি চ্যাডওক্স এনকোভ-১৯ নামে পরিচিত ছিল। এখন এজেডডি১২২ বলে নামকরণ করা হয়েছে। টিকাটি উদ্ভাবন করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও লাইসেন্স পেয়েছে আস্ট্রাজেনেকা। তবে এই টিকায় রোগ প্রতিরোধ ক্ষমতা অনিশ্চিত। আস্ট্রাজেনেকা ছাড়াও করোনার টিকা নিয়ে কাজ করা অন্যান্য শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে জনসন অ্যান্ড জনসন, মডার্না ও সানোফি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোম্পানিটির এই চুক্তির ফলে টিকাটির পরীক্ষা তৃতীয় স্তরে প্রবেশ করবে। এতে করে দেশটির ৩০ হাজার মানুষের ওপর করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল (মানবদেহে পরীক্ষা) হবে। যুক্তরাজ্যের ক্যামব্রিজভিত্তিক আস্ট্রাজেনেকা জানিয়েছে, এরই মধ্যে ৪০ কোটি টিকার ডোজ বিক্রির চুক্তি তারা সম্পন্ন করেছে এবং ১০০ কোটি ডোজ উৎপাদনের সামর্থ্য রয়েছে তাদের। সেপ্টেম্বরে প্রথম সরবরাহ শুরু হবে।

শেয়ার করুন

ফেসবুকে সিলেটের ডাক

প্রথম পাতা এর আরো সংবাদ
 • আজ বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড
 • কিট নিয়ে ঔষধ প্রশাসন পজিটিভ : গণস্বাস্থ্য
 • ফের হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার না করার পরামর্শ ডব্লিউএইচওর
 • দেশে করোনায় মৃত্যু ২ হাজার ছাড়াল, নতুন শনাক্ত ২৭৩৮
 • সিকৃবিতে ৪র্থ সিলেট চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ
 • মধুশহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত অনুষ্ঠিত
 • আবারো করোনা ‘পজিটিভ’ মাশরাফি
 • করোনাভাইরাস পরীক্ষার ফি তুলে দেওয়ার দাবি বিএনপির
 • সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি
 • দেড় কোটির বেশি পরিবারকে সরকারি ত্রাণ সহায়তা প্রদান
 • রাজধানীর ওয়ারী’তে ২১ দিনের লকডাউন শুরু
 • বাড়িওয়ালাদের সদয় হতে ওবায়দুল কাদেরের আহ্বান
 • সিলেট বিভাগে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা
 • ভারত-চীন উত্তেজনার মধ্যেই লাদাখ সফরে মোদি
 • যুক্তরাজ্যের বর্ষসেরা চিকিৎসক বাংলাদেশি বংশোদ্ভূত ফারজানা বিলবোর্ডে ছবি টানিয়ে সম্মানীত
 • দ্রুতই বিশ্ব পেতে পারে করোনার কার্যকরী ঔষধ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
 • ছয় দফার পক্ষে দলিল প্রস্তুতিতে অবদান ছিল ড. ওয়াহিদুল হকের : পররাষ্ট্রমন্ত্রী
 • বিএনপি নেতা এনামুলকে ঢাকায় প্রেরণ
 • সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু বন্ধ, বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ
 • দোয়ারাবাজারে দুর্ভোগে বানভাসি মানুষ
 • Image

  Developed by:Sparkle IT