'/> SylheterDak.com.bd
প্রথম পাতা #দেশে মোট মৃত্যু ১. ২৭ ভাগ, সিলেট জেলায় ২. ৫৪ ভাগ #দেশে মোট সুস্থ ৫০.৯৩ ভাগ, সিলেট জেলায় ২৪.৯৮ ভাগ

কোভিড-১৯ মৃত্যু ও সুস্থতা :দেশের তুলনায় সিলেট জেলায় মৃত্যুর হার দ্বিগুণ ॥ সুস্থতা অর্ধেকের কম

সাঈদ নোমান ॥ প্রকাশিত হয়েছে: ১৩-০৭-২০২০ ইং ০০:৫৪:৩৯ | সংবাদটি ১৭৫ বার পঠিত
Image

সারাদেশে প্রাণঘাতি করোনাভাইরাসে মৃত্যুর হার ১ দশমিক ২৭ ভাগ হলেও সিলেট জেলায় মৃত্যুর হার ২ দশমিক ৫৪ভাগ। সারাদেশে দেশের তুলনায় প্রবাসী অধ্যুষিত সিলেটে এ ভাইরাসে মৃত্যুর হার প্রায় দ্বিগুণ। পাশাপাশি সারাদেশে সুস্থতার হার ৫০ দশমিক ৯৩ ভাগ হলেও সিলেট জেলায় সুস্থতার হার মাত্র ২৪ দশমিক ৯৮ ভাগ অর্থ্যাৎ সারাদেশের অর্ধেকের কম।
স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর বুলেটিনে জানানো হয়েছে, গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেটের চার জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৫,৭৯৬ জনে দাঁড়িয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০১ জন এবং সুস্থ হয়েছেন ২,২৩৬ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, চার জেলায় মোট আক্রান্তের মধ্যে সুস্থতার হার শতকরা ৩৮ দশমিক ৫৭ ভাগ। মৃত্যুর হার শতকরা ১ দশমিক ৭৪ ভাগ।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সিলেট বিভাগে সর্বমোট আক্রান্তের মধ্যে সিলেট জেলায় ৩,০৭০ জন, সুনামগঞ্জে ১,১৭০ জন, হবিগঞ্জে ৮৯৯ জন ও মৌলভীবাজার জেলায় ৬৫৭ জন। গতকাল রোববার পর্যন্ত দেশে সর্বমোট সুস্থতার হার হচ্ছে ৫০ দশমিক ৯৩ ভাগ। সে তুলনায় সিলেট জেলায় সুস্থতার হার ২৪ দশমিক ৯৮ ভাগ, সুনামগঞ্জে ৭০ দশমিক ১৭ভাগ, হবিগঞ্জে ২৪ দশমিক ৭১ ভাগ ও মৌলভীবাজারে ৫৫ দশমিক ৫৪ ভাগ করোনায় আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন। পাশাপাশি দেশে মৃত্যুর হার ১ দশমিক ২৭ ভাগ। সে তুলনায় সিলেট জেলায় মৃত্যুর হার ২ দশমিক ৫৪ ভাগ, সুনামগঞ্জ জেলায় শূন্য দশমিক ৭৬ ভাগ, হবিগঞ্জ জেলায় শূন্য দশমিক ৬৬ ভাগ ও মৌলভীবাজার জেলায় ১ দশমিক ২১ ভাগ।
পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়, গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪২ জন, এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জ জেলায় ৮ জন ও হবিগঞ্জ জেলায় ৬জন।
গত ১৫ এপ্রিল সিলেট সর্বপ্রথম করোনা আক্রান্ত ১জন রোগীর মৃত্যুর পর থেকে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ৭৮জন, সুনামগঞ্জের ৯জন, হবিগঞ্জের ৬জন ও মৌলভীবাজারের ৮জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। এর মধ্যে সিলেট ২জন , সুনামগঞ্জ ১জন ও মৌলভীবাজার জেলার ১জন।
গত ২৭ এপ্রিল প্রথম সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দুইজন রোগী সর্বপ্রথম সুস্থ হয়ে বাড়ি ফিরেন। এ পর্যন্ত চার জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা ২,২৩৬ জনের মধ্যে সিলেট জেলায় ৬৬৭ জন, সুনামগঞ্জে ৮২১ জন, হবিগঞ্জে ৩৮৪ জন, মৌলভীবাজারে ৩৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৯৮ জনের মধ্যে সিলেট জেলার ৮ জন, সুনামগঞ্জ জেলার ৪০ জন, হবিগঞ্জ জেলার ১৭ জন ও মৌলভীবাজার জেলার ৩৩ জন।
স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, চার জেলায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯১৯ জন। এদের মধ্যে ৩৯১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ২৭৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৯৭ জন ও মৌলভীবাজারে ৬০ জন। গত ১০ মার্চ হতে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৫,৯২১ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৫,২২১ জনকে।
এ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের চার জেলার ৩১৮ জন। এর মধ্যে সিলেটে ৮০, সুনামগঞ্জে ৪০, হবিগঞ্জে ১৩৯ ও মৌলভীবাজারে ৫৯ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন।
চার জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩,৭২৫ জন। এর মধ্যে সিলেট ১০৭০, সুনামগঞ্জ ১,১৭০, হবিগঞ্জ ৮২৯, মৌলভীবাজারে ৬৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের গত ১১ জুলাই কোভিড-১৯ এর নিয়মিত বুলেটিন থেকে জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে মোট ১৫৫৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৮৫৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই দু'টি ল্যাবে সিলেট এবং সুনামগঞ্জ জেলার নমুনা পরীক্ষা করা হয়। হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নমুনা ঢাকায় পরীক্ষা করানো হয়।

শেয়ার করুন

ফেসবুকে সিলেটের ডাক

প্রথম পাতা এর আরো সংবাদ
 • ভাদ্র মাসে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা, প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
 • জাতীয় শোক দিবসে জেলা আ’লীগের কর্মসূচি
 • ভার্চুয়াল ও শারীরিক উপস্থিতি দু’ভাবেই চলবে হাইকোর্ট
 • মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত
 • লন্ডন থেকে ফের বিমানের সরাসরি ফ্লাইট সিলেটে
 • ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুরু আজ
 • বিশ্বনাথে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রবেশের পথে এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলা
 • আয়তন বাড়ছে সিলেট সিটি কর্পোরেশনের
 • আয়তন বাড়ছে সিলেট সিটি কর্পোরেশনের
 • আয়তন বাড়ছে সিলেট সিটি কর্পোরেশনের
 • আয়তন বাড়ছে সিলেট সিটি কর্পোরেশনের
 • আয়তন বাড়ছে সিলেট সিটি কর্পোরেশনের
 • ৬ মাসের মধ্যে কাজ শুরুর আশাবাদ
 • ওসমানীনগরের দু’ইউনিয়নে নিকাহ রেজিস্ট্রার দু’বছরেও নিয়োগ হয়নি ॥ অর্ধশত প্রার্থী বিপাকে
 • সুরকার আলাউদ্দিন আলী মারা গেছেন
 • ১৫ অগাস্টের পর ‘পর্যায়ক্রমে চালু হবে’ সব আন্ত:নগর ট্রেন
 • জাতির পিতার রচনা পাঠ কার্যক্রমকে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
 • ওসি প্রদীপের ২২ মাসে ১৪৪ ক্রসফায়ার
 • শিল্পী এসএম সুলতানের ৯৬তম জন্মবার্ষিকী আজ
 • মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী মামলার আসামি সুনামগঞ্জের জোবায়ের মনিরের জামিন বাতিল
 • Image

  Developed by:Sparkle IT