পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো. ইসতিয়াক আহমদ গতকাল শুক্রবার শ্রীমঙ্গলে বনশিল্প উন্নয়ন করর্পোরেশনের রাবার টিম্বার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেছেন। পরে তিনি শ্রীমঙ্গলের সরকারি সংরক্ষিত মৎস্য অভয়াশ্রম ও পাখির অভয়ারণ্য বাইক্কা বিল পরিদর্শনে যান। সেখানে তিনি নৌকা নিয়ে বাইক্কা বিল ঘুরে দেখেন। তারপর বাইক্কা বিলের সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সাথে আলোচনা সভায় মিলিত হন এবং তাদের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। এর আগে তিনি শ্রীমঙ্গলের সাতগাঁও রাবার বাগান ও কারখানা পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম, এনডিসি মো. মনিরুজ্জামান, বন্যপ্রাণী সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে, ক্রেল প্রজেক্টের স্থানীয় রিজিওনাল কো-অর্ডিনেটর মাজহারুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।