logo
৩রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
  • হোম
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • সিলেট বিভাগ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
    • মৌলভীবাজার
  • অনলাইন
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • ডাক বিনোদন
  • প্রবাস
  • ধর্ম
    • ইসলাম
    • অন্যান্য
  • উপসম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • শিক্ষা
    • সাহিত্য
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • শিশু মেলা
    • ইতিহাস- ঐতিহ্য
    • সাজসজ্জা
    • লাইফস্টাইল
    • মহিলা সমাজ
    • পাঁচ মিশালী
    • আমাদের পরিবার
  • ই-পেপার
  • হোম
  • আজকের পত্রিকা
  • ই-পেপার
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • অনলাইন
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • উপসম্পাদকীয়
  • ফিচার
  • অন্যান্য দেশ
  • যুক্তরাজ্য
  • যুক্তরাষ্ট্র
  • অর্থনীতি
  • করোনা
  • ক্রীড়া
  • অন্যান্য খেলা
  • ক্রিকেট
  • ফুটবল
  • স্থানীয় ক্রিকেট
  • ডাক বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
  • ইসলাম
  • পাঁচ মিশালী
  • প্রবাস
  • বিজ্ঞপ্তি
  • মহিলা সমাজ
  • মাল্টিমিডিয়া
  • মুক্তিযুদ্ধ
  • লাইফস্টাইল
  • ইতিহাস- ঐতিহ্য
  • শিশু মেলা
  • সাজসজ্জা
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • শিল্প
  • স্বাস্থ্য
  • বিশেষ সংখ্যা
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
শিরোনাম
  • হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
  • রথযাত্রা উৎসব শুরু
  • নির্ধারিত সময়ের আগেই পদ্মা সেতুর খরচের টাকা উঠে আসবে: প্রধানমন্ত্রী
  • সিলেট-চারখাই-শেওলা সড়কের ৪৩ কিলোমিটার উন্নীত হবে চার লেনে
  • স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন আর নেই
  1. হোম
  2. সাহিত্য

‘অগ্রন্থিত বিরচন’ : সিলেটের ইতিহাসে প্রামাণ্য দলিল


সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২২, ৫:৫৯:৪১ অপরাহ্ন
‘অগ্রন্থিত বিরচন’ : সিলেটের ইতিহাসে প্রামাণ্য দলিল

সাঈদ চৌধুরী
সাংবাদিক গিয়াসউদ্দিন আউয়াল রচিত ‘অগ্রন্থিত বিরচন’ যখন হাতে এসেছে, ঠিক তখন লন্ডনের সাফুক ইউনিভার্সিটিতে বৈশ্বিক মহামারির প্রেক্ষিতে “বিশ্বময় ডিজিটাল বিজনেস” এবং আধুনিক বিশ্বের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতা ও ফলপ্রসূতার সাথে উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে মানব সম্পদ ব্যবস্থাপনা, দক্ষকর্মী সংগ্রহ ও নিয়োগ তথা “হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট” বিষয়ে দু’টি গবেষণামূলক লেখা দু’সপ্তাহে জমা দেয়ার ছিল। এরপরই ছিল পবিত্র রমজান। খতমে-তারাবির জন্য এই মাসে লেখালেখি খুব একটা হয়না। ফলে মূল্যবান এই গ্রন্থ সম্পর্কে কোন কিছু লেখা হয়ে ওঠেনি।

আমেরিকা প্রবাসী গিয়াসউদ্দিন আউয়াল একজন মহৎপ্রাণ মানুষ ও সিনিয়র সাংবাদিক। ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত অনেক বিষয়ে লিখেছেন। এর মধ্য থেকে বেশ কিছু লেখা একত্রিত করে ২০২২ সালের অমর একুশে বই মেলায় প্রকাশ করেছেন ‘অগ্রন্থিত বিরচন’। ৭টি অধ্যায়ে বিভক্ত ২৪৭ পৃষ্ঠার এই বইটি বিস্ময় জাগায়। অক্লান্ত পরিশ্রমের চিহ্ন রয়েছে বইয়ের ছত্রে ছত্রে। লেখক সিলেটের সাংস্কৃতিক, রাজনৈতিক, ভৌগোলিক চালচিত্র নিপুণভাবে রচনা করেছেন। বইটি সিলেটের ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হবে। আগামী দিনের লেখক গবেষকদের জন্য হবে বিরাট সহায়ক।
গ্রন্থের প্রথমে রয়েছেন ১৬ জন পৌরকল্যাণব্রতী জনপ্রতিনিধি। এরা হলেন- সিটি ফাদার রায় বাহাদুর দুলাল চন্দ্র দেব বিএল, বৈকুণ্ঠনাথ চক্রবর্তী, সিলেট গৌরব খানবাহাদুর আব্দুল মজিদ কাপ্তান মিয়া সিআইই, রায়বাহাদুর সুখময় চৌধুরী সিআইই, নাট্যকর্তা কুমারবাহাদুর গোপিকারমণ রায়, রায়বাহাদুর নগেদ্রনাথ চৌধুরী, রায়বাহাদুর ডা. বৈকুন্ঠনাথ নন্দী এলএমএস, বনওয়ারীলাল দাস, বনবীরলাল দাস, দেওয়ান আবদুর রব চৌধুরী, দেওয়ান তৈমুর রাজা চৌধুরী, মোহাম্মদ ইউসুফ তারু মিয়া, বাবরুল হোসেন বাবুল বিএ, অধ্যাপক মোহাম্মদ শফিক এমএ, এ্যাডভোকেট আজিজুল মালীক চৌধুরী, এ্যাডভোকেট আবুল ফজল মোহাম্মদ কামাল।
২য় অধ্যায়ে আছেন ১২জন বরেণ্য সংবাদপত্রসেবী। এরা হলেন- আবদুর রশীদ চৌধুরী, আবদুল মতিন চৌধুরী, মকবুল হোসেন চৌধুরী, মওলানা সখাওয়াতুল আম্বিয়া, ফজলুল হক সেলবর্ষী, আবদুর রহমান চৌধুরী সিংকাপনী, মোহাম্মদ রজিউর রহমান চৌধুরী, দেওয়ান ফরিদ গাজী, আমীনূর রশীদ চৌধুরী, ফাহমীদা রশীদ চৌধুরী, নূরুর রশীদ চৌধুরী হ্যারল্ড, আজিজ আহমদ সেলিম।
৩য় অধ্যায় হচ্ছে স্মরণ ও স্মৃতিচারণ। এতে রয়েছে ১২টি নিবন্ধ। একটি তপ্ত নিঃশ্বাস রাজু আহমদ, আহ্ জহির রায়হান, হেমেন্দ্রকুমার দাশ পুরকায়স্থ একটি নাম একটি ইতিহাস, গুরুকে দক্ষিণা প্রদান, গোবিন্দ আমার ভাগ্নে, নারী নেত্রী আনোয়ারা বাসিত, ষোড়শী চক্রবর্তী এক সংগ্রামী নেত্রী, ‘পাখির স্বজন নেই’- তোমার ছিলো, আছে, জন্মশত-বার্ষিকী লোককবি মোহাম্মদ মোস্তফা খান, মুক্তিযোদ্ধা সাংবাদিক এম. বশির আহমেদ, আজিজ আহমদ সেলিম একজন ভালো মানুষের প্রস্থান, যুগভেরী, আমি এবং আমীনূর রশিদ চৌধুরী।
৪র্থ অধ্যায়ে রয়েছে ১১টি প্রবন্ধ-নিবন্ধ। সেগুলো হচ্ছে- আসুন, সকলে মিলিয়া চরিত্র গঠন করি, পাগলাঘোড়ার লাগাম টানা দরকার, মণিপুরীরা উপজাতি না জাতি?, সিলেটের সঙ্গীত বিদ্যালয় ঃ সেকাল আর একাল, যুগভেরীর আত্মকথা, ‘ঘুমাইওনা আর সিলেটী জাইগা দেখো রে’, সিলেট প্রেসক্লাব ঃ অতীত-বর্তমান, সাংবাদিকতার সুরক্ষা চাই, সিলেটের সাহিত্য অঙ্গনের রূপরেখা, ছড়ায়, প্রবাদ-প্রবচনে সিলেট ঐতিহ্য, আসুন স্বার্থকে বলিদান দিয়ে আত্মশুদ্ধ হই।
৫ম অধ্যায়ে রয়েছে ২টি ফিচার, আর তা হচ্ছে – পাণ্ডারখাল বাঁধ প্রকল্প একটি অনন্য অবদান, ইহাই কি ‘শিক্ষা জাতির মেরুদণ্ড’?
৬ষ্ঠ অধ্যায়ে ২টি সাক্ষাৎকারের মধ্যে আছে – অভিনেতা, সহকারী পরিচালক মঈনউদ্দিন চৌধুরীর সঙ্গে অন্তরঙ্গ সাক্ষাৎকার, “সিলেট পরথম আজানধ্বনি বাবায় দিয়াছে” গানের গীতিকার গিয়াসউদ্দিন আহমদের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার।
৭ম পর্বে রয়েছে ২টি অনুসন্ধানী রিপোর্ট। ভারতীয় চলচ্চিত্র উৎসবের পাঁচালী, এফডিসির গচ্ছার খতিয়ান।
সূচিপত্র থেকেই বইটি সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। এ বইয়ের ভূমিকা লিখেছেন বরেণ্য কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক আমেনা আফতাব। এতে তিনি উল্লেখ করেছেন, ‘প্রতিশ্রুতিশীল সাংবাদিক গিয়াসউদ্দিন আউয়াল সমাজ সংসার দেশ দশের প্রতি দায়বদ্ধতা নিয়ে অলংকৃত করেছেন নিজ কর্মক্ষেত্রকে। দেশ ও জাতি গঠনে তার অবদান নগন্য নয়। সাংবাদিকতার বীজ মনের অলিন্দে হয়তো-বা রূপিত হয়েছিল নিজের অজান্তে। কিন্তু তা লালিত হয়েছে, পত্র পুষ্পে বিকশিত হয়েছে পারিবারিক অঙ্গনেই, তাঁর বড় ভাই সাংবাদিক এম বশির আহমদে ছায়ায় হেঁটে। তাঁর সম্পাদিত ও প্রকাশিত গ্রন্থ (সাহিত্য সংকলন) ১. জন্মে সুখ (১৯৭৬), ২. সিলেট পৌর পরিক্রমা (১৯৮৯), ৩. যুগভেরী : একটি প্রাচীন বাংলা সংবাদপত্র (২০০১)। এগুলো তাঁর সাহিত্য প্রতিভা, সাংবাদিকতা, দক্ষ সম্পাদনা ও প্রকাশনার স্বাক্ষর বহন করে। ২০২২ সালের একুশের বই মেলায় প্রকাশিত ‘অগ্রন্থিত বিরচন’। এতে রয়েছে গুরুত্বপূর্ণ জীবনীমূলক ও গবেষণামূলক রচনা। এসব রচনায় তিনি তুলে ধরেছেন কীর্তিমানদের জীবন কথা, তাঁদের কৃতি ও কৃতিত্ব। দেশ বরেণ্য সমাজ সংসার বরেণ্য সিলেটের আলোকিত ব্যক্তি ও ব্যক্তিত্বের অমর কীর্তি গাঁতা। গিয়াসউদ্দিন আউয়ালের কলমের কালির আঁচড়ে এ-সব চির ভাস্বর হয়েছে। তাঁর শ্রম ও ঘামের ফসল এ গ্রন্থ। তিনি সিলেটের অতীত ঘেটেছেন। অতীতের সাথে বর্তমানের সেতু বন্ধন তৈরী করতে কাজ করেছেন।’
‘নিবেদন’ কলামে গিয়াসউদ্দিন আউয়াল লিখেছেন, ‘সিলেট পৌর পরিক্রমা’ ও ‘যুগভেরী-একটি প্রাচীন বাংলা সংবাদপত্র’ বই দু’টির একাধিক সংখ্যা আমার সংরক্ষণে নেই। বই দু’টিতে বেশকিছু স্মরণীয়-বরণীয় ব্যক্তিদের জীবনকথা লিপিবদ্ধ আছে। যা কোন একসময় হয়তোবা কারো না কারো কাজে লাগতে পারে। বইগুলো হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া বা বেহাত হওয়ার আগে জীবনী লেখা অংশসহ ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার আরো কিছু রচনাসমূহ পুনর্মুদ্রণের প্রয়োজন অনুভব করি। ইতোমধ্যে যথাযথ সংরক্ষণের অভাবে বহু লেখা হারিয়ে গেছে, যা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদি পাওয়া যায়, তাহলে দ্বিতীয় সংস্করণে তা সংযোজনের ইচ্ছে রইলো।
সর্বতোভাবে যাঁর উৎসাহ, পরামর্শ ও আন্তরিকতায় বইখানা প্রকাশের সুযোগ হয়েছে সেই বন্ধুবর ড. নূর-ই-ইসলাম সেলু বাসিত-এর ঋণ অমোচনীয়। অপরিশোধ্য তাঁদের ঋণ-জীবনকথা লেখতে গিয়ে যাঁদেরকে সহায়ক গ্রন্থ অংশে উদ্ধৃত করা হয়েছে। ছবি দিয়ে সহযোগিতা করার জন্য ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, মোহাম্মদ দুলাল হোসেন, সাংবাদিক-লেখক আ ফ ম সাঈদ, সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, সাংবাদিক- লেখক অপূর্ব শর্মা, সাংবাদিক মোহাম্মদ ইকবাল কবির, কবি-সাংবাদিক লেখক হামিদ মোহাম্মদ (যুক্তরাজ্য), সাংবাদিক কেএম আবু তাহের চৌধুরী সিংকাপনী (যুক্তরাজ্য), ছড়াকার-সাংবাদিক হেলাল উদ্দীন রানা (যুক্তরাষ্ট্র), সাংবাদিক ফারজানা চৌধুরী পাপড়ি (যুক্তরাষ্ট্র) এবং ডেঞ্জার মাষ্টার মিজানুর রহমান সুইটের প্রতি রইলো কৃতজ্ঞতা অফুরান। বইটির মূল্যবান ভূমিকা লিখে দেওয়ার জন্য সম্মানিত সব্যসাচী লেখিকা ও আমাদের পরম শ্রদ্ধেয় আমেনা আফতাব আপাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
সাংবাদিক গিয়াসউদ্দিন আউয়াল বর্তমানে আমেরিকা প্রবাসী। জন্ম ১৯৫১ সালের ২৩ মার্চ। ৭০ বছর বয়সেও চির তরুণ। শুধু রঙ বদলেছে কিছুটা। জীবনের ৭১তম বছরে দাঁড়িয়ে এখনো তিনি দিব্যি লিখে যাচ্ছেন।
১৯৭৩ সালের ১ জানুয়ারী জাতীয় দৈনিক আজাদে জুনিয়র রিপোর্টার হিসেবে গিয়াসউদ্দিন আউয়ালের কর্ম জীবনের সূচনা। তার বড় ভাই এম বশির আহমদ ছিলেন আজাদের সংসদ ও ক্রাইম রিপোর্টার। ভাইয়ের প্রেরণায়-উৎসাহে এই মহান পেশায় যুক্ত হন। তখন মুক্তিযুদ্ধ সবে সমাপ্ত হয়েছে। স্বাধীন দেশ ও জাতীয় পতাকা। সর্বত্র তারুণ্যের জয়গান।
তারুণ্যের কবি কাজী নজরুল ইসলামের ভাষায়- অসম্ভবের অভিযানে এরা চলে/ না চলেই ভীরু ভয়ে লুকায় অঞ্চলে!/ এরা অকারণ দুর্নিবার প্রাণের ঢেউ/ তবু ছুটে চলে যদিও দেখেনি সাগর কেউ।
দৈনিক আজাদে প্রবীণের প্রজ্ঞা আর নবীনের বল-বীর্য উদ্দীপনায় স্বাধীন বাংলাদেশে সাংবাদিকতার কথা বলতে গিয়ে গিয়াসউদ্দিন আউয়াল বারবার স্মৃতিকাতর হয়ে পড়েন।
১৯৩৬ সালের ২১ অক্টোবর দৈনিক আজাদের জন্ম। কলকাতা থেকে প্রকাশিত একসময়কার প্রভাবশালী বাংলা পত্রিকা ‘দৈনিক আজাদ’। মওলানা মোহাম্মদ আকরম খাঁ সম্পাদিত পত্রিকাটি প্রকাশের অল্প দিনের মধ্যেই বঙ্গ ও আসামে জনপ্রিয় হয়ে ওঠে। ১৯৪৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় পত্রিকার কার্যক্রম স্থানান্তর করা হয়।
আমাদের স্বাধীনতা সংগ্রাম ও ভাষা আন্দোলনে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার বিরোধী সংবাদ প্রকাশের কারণে নানাভাবে চাপে পড়তে হয়, এমনকি বিজ্ঞাপনও বন্ধ করে দেওয়া হয়। আইয়ুব খানের স্বৈরাচারীর বিরুদ্ধে দৈনিক আজাদ জোরালো ভূমিকা রাখে। ১৯৬৯ সালে মোহাম্মদ আকরম খাঁর মৃত্যুর পরে পত্রিকার মালিকানা রদবদল হয়। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর সরকারি ব্যবস্থাপনায় এটি প্রকাশিত হয়। এরপর ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয়। ১৯৯০ সালে প্রকাশনা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
গিয়াসউদ্দিন আউয়াল যখন সাংবাদিকতা শুরু করেন, তখন দেশ সেরা লেখকদের ঠিকানা ছিল দৈনিক আজাদ। এক ঝাক তরুণের মধ্যে তিনি ছিলেন আলোচিত তারকা। দেখতেও নায়কের মত। একান্ত আলাপচারিতায় বললেন, সাংবাদিকতা কীভাবে জীবনে পেশা ও নেশায় পরিণত হল। সংবাদপত্রে কাজ করবেন এমন কোনো ভাবনা মনের মাঝে ছিল না। বড় ভাইয়ের প্রেরণায় যুক্ত হয়ে কাজটা বেশ এনজয় করেছেন। আর এ থেকে বের হতে পারেননি।
দেশে দেশে কর্তৃত্ববাদী শাসনের উত্থান সাংবাদিকতার স্বাচ্ছন্দ্য গতিকে বাধাগ্রস্ত করছে। আর কিছু অযোগ্য লোকের কারণে সাংবাদিকতা কলুষিত হচ্ছে। গুজব এবং অসত্য খবর (ফেক নিউজ) তাকে পীড়া দেয়। আর সে কারণেই নির্মোহ বা নিরপেক্ষ রিপোর্ট করার জন্য দৈনিক আজাদের স্মৃতিচারণ করেন প্রফুল্ল চিত্তে।
বাংলাদেশের প্রাচীনতম সংবাদপত্র সাপ্তাহিক যুগভেরীতে গিয়াসউদ্দিন আউয়াল দীর্ঘদিন কাজ করেছেন। এখনো সুদূর প্রবাস থেকে যুক্ত রয়েছেন। ডাকসাইটে সাংবাদিক সিলেটের প্রাণ পুরুষ আমিনুর রশীদ চৌধুরীর মালিকানায় দেশের প্রাচীনতম সাপ্তাহিক যুগভেরী মর্যাদা সম্পন্ন পত্রিকা হিসেবে সমাদৃত। এই কাগজের প্রতি সাংবাদিক আউয়ালের রয়েছে অসীম আবেগ ও ভালোবাসা।
একসময় মদনমোহন কলেজের মেধাবী ছাত্র গিয়াসউদ্দিন আউয়ালের গ্রামের বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক থানার অন্তর্গত জালালপুর। তাঁর মেঝ ভাই আলহাজ্ব এম মনসুর আহমদ গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বেশ খ্যাতি লাভ করেন। পিতা মরহুম ইউনুস আলী সরপঞ্চ ছিলেন অবিভক্ত আসামের প্রথম শ্রেণীর ঠিকাদার।
গিয়াসউদ্দিন আউয়াল অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী, বড় মনের একজন মানুষ ও মননশীল লেখক। দেশ-বিদেশে বিভিন্ন বাংলা সংবাদপত্রে তিনি লিখে চলেছেন। তাঁর প্রতিবেদন, প্রবন্ধ-নিবন্ধ ও গল্প বেশ সুখপাঠ্য। শতায়ু হোন আমাদের প্রিয় অগ্রজ, দলমত নির্বিশেষে সকলের অন্তরতম আপনজন।

শেয়ার করুন




সাহিত্য এর আরও খবর
শাস্তি-পুরস্কার ও জাহাঙ্গীরের প্রশাসন

শাস্তি-পুরস্কার ও জাহাঙ্গীরের প্রশাসন

বাংলাদেশের উর্দু কবিতা ও বিহারের খণ্ডিত সত্তা

বাংলাদেশের উর্দু কবিতা ও বিহারের খণ্ডিত সত্তা

রামমোহন ও উপমহাদেশে পারস্যচর্চা

রামমোহন ও উপমহাদেশে পারস্যচর্চা

রবীন্দ্রনাথের কাদম্বরী

রবীন্দ্রনাথের কাদম্বরী

সর্বশেষ সংবাদ
<span style='color:#000;font-size:18px;'>দুর্লভ কিছু বিষয়</span><br/> পাঠকদের উপহার
দুর্লভ কিছু বিষয়
পাঠকদের উপহার
মায়াবিনী লেকে
মায়াবিনী লেকে
আন্তর্জাতিক সমবায় দিবস
আন্তর্জাতিক সমবায় দিবস
অনিশ্চয়তায় বানভাসি মানুষ
অনিশ্চয়তায় বানভাসি মানুষ
প্রাথমিক শিক্ষার করুণ দশা কেন?
প্রাথমিক শিক্ষার করুণ দশা কেন?
দরকার মনিটরিং স্কোয়াড
দরকার মনিটরিং স্কোয়াড
<span style='color:#000;font-size:18px;'>দিরাইয়ে ফিমেইল একাডেমির সংবর্ধনা অনুষ্ঠান</span><br/> পিছিয়ে পড়া সুনামগঞ্জকে এগিয়ে নিতে শিক্ষায় বিপ্লব ঘটাতে হবে : দানবীর ড. রাগীব আলী
দিরাইয়ে ফিমেইল একাডেমির সংবর্ধনা অনুষ্ঠান
পিছিয়ে পড়া সুনামগঞ্জকে এগিয়ে নিতে শিক্ষায় বিপ্লব ঘটাতে হবে : দানবীর ড. রাগীব আলী
ছাতকে কুমিল্লা দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যানের নগদ অর্থ বিতরণ
ছাতকে কুমিল্লা দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যানের নগদ অর্থ বিতরণ
সিলেটে বন্যার্তদের মাঝে জামেয়া মাদানিয়া বারিধারার নগদ অর্থ বিতরণ
সিলেটে বন্যার্তদের মাঝে জামেয়া মাদানিয়া বারিধারার নগদ অর্থ বিতরণ
সরকারের পাশাপাশি বন্যাদুর্গতদের সহায়তায় বিত্তবানদের ভূমিকা প্রশংসনীয় : মুহিবুর রহমান মানিক এমপি
সরকারের পাশাপাশি বন্যাদুর্গতদের সহায়তায় বিত্তবানদের ভূমিকা প্রশংসনীয় : মুহিবুর রহমান মানিক এমপি
পানি হ্রাসের গতি ধীর হওয়ায় বন্যার্তদের দুর্ভোগ দীর্ঘ হচ্ছে
পানি হ্রাসের গতি ধীর হওয়ায় বন্যার্তদের দুর্ভোগ দীর্ঘ হচ্ছে
কোম্পানীগঞ্জে নদীতে তলিয়ে যাওয়া দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি
কোম্পানীগঞ্জে নদীতে তলিয়ে যাওয়া দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি
লাক্কাতুরা গ্যাস ক্ষেত্রে অগ্নিপ্রজ্জ্বলন ‘ভয়ের কিছু নেই বলছে শেভরন’
লাক্কাতুরা গ্যাস ক্ষেত্রে অগ্নিপ্রজ্জ্বলন ‘ভয়ের কিছু নেই বলছে শেভরন’
হবিগঞ্জে মোবাইল কেনাবেচা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৬০
হবিগঞ্জে মোবাইল কেনাবেচা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৬০
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য ‘আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টস’-এর সদস্য নির্বাচিত
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য ‘আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টস’-এর সদস্য নির্বাচিত




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০

সম্পাদকমন্ডলীর সভাপতি : রাগীব আলী
সম্পাদক : আব্দুল হাই

কার্যালয় : মধুবন সুপার মার্কেট (৫ম তলা), বন্দরবাজার, সিলেট-৩১০০ ।
ফোন : পিএবিএক্স +৮৮ ০২৯৯৬৬৩১২৩৪, বিজ্ঞাপন: +৮৮ ০২৯৯৬৬৩৮২২৭
ই-মেইল: sylheterdak@yahoo.com
বিজ্ঞাপন : sylheterdakadv@gmail.com

  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top