অপহরণ মামলার আসামীসহ আটক ৪ ॥ কিশোরী উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২১, ৩:২৯:০১ অপরাহ্ন

জালালাবাদ থানাপুলিশের অভিযান
স্টাফ রিপোর্টার :
জালালাবাদ থানাপুলিশের পৃথক অভিযানে অপহরণ মামলার আসামীসহ ৪ জন আটক হয়েছে। উদ্ধার হয়েছে অপহরণের শিকার কিশোরী। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় আখালিয়া থেকে এক কিশোরী অপহরণ হলে জালালাবাদ থানায় মামলা দায়ের হয়। এ ব্যাপারে অভিযানে নামে জালালাবাদ থানাপুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে বন্ধন বি বাসা নং- ১৪ জনৈক আশরাফের কলোনি থেকে এজাহারনামীয় আসামী অলক তালুকদার (১৯) কে আটক করে। সেই সাথে অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার করে ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-এ ভর্তি করা হয়। আটক ব্যক্তি দিরাইর সমিপুরের মৃত অনিল তালুকদারের পুত্র। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, গত সোমবার জালালাবাদ থানাপুলিশের অপর অভিযানে শাহপুর নোয়াপাড়াস্থ নিজাম উদ্দিনের ঘর থেকে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক হয় ৩ জন। আটককৃতরা হচ্ছে-শাহপুর নোয়াপাড়ার ইসলাম আলীর পুত্র রহমত আলী (৩৮), একই গ্রামের মৃত হাজী রশিদ আলীর পুত্র নিজাম উদ্দিন (৪৮) এবং মৃত সোনাফর আলীর পুত্র চাঁন মিয়া (৫৫)। তাদেরকেও আদালতে সোপর্দ করা হয়েছে। জালালাবাদ থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান এ তথ্য নিশ্চিত করেছেন।