অলিম্পিক ফুটবল: কোয়ার্টার ফাইনালে যাদের নিয়ে মাঠে নামবে ব্রাজিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২১, ৪:২৬:২৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক::
অলিম্পিকের পুরুষ ফুটবল ইভেন্টে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। কোপার শিরোপার খরা ঘুচাতে সোনার মেডেলে চোখ পড়েছে ব্রাজিলের। দলের সেনাপতি বিশ্বসেরা রাইটব্যাক দানি আলভেস। আর স্কোরার হিসেবে আছেন কোপায় আর্জেন্টিনার জালে বল জড়ানো একমাত্র ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন।
ইতোমধ্যে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনিই। প্রথম ম্যাচের হ্যাটট্রিকসহ ৪ গোল জমা করেছেন নিজের ঝুলিতে।
অলিম্পিকের শেষ আটের লড়াইয়ে আজ মিসরের মুখোমুখি ব্রাজিল। জয়ের বিকল্প নেই এই নকআউটপর্বে । হারলেই আর্জেন্টিনা দলের মতো ফিরে যেতে হবে দেশে।
যে কারণে সেরা একাদশ নিয়েই মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শনিবার জাপানের সাইতামা স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।
ম্যাচের আগে দুই দলের শুরুর একাদশ দিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ভাভেল।
ব্রাজিল একাদশ
সান্তোস (গোলরক্ষক), দানি আলভেস (অধিনায়ক), নিনো, ডিয়েগো কার্লোস, গুইলেরমে আরানা, ডগলাস লুইজ, ব্রুনো গুইমারেস, ক্লাউদিনহো, অ্যান্তোনি, ম্যাথিউস চুনহা ও রিচার্লিসন।
মিসর একাদশ
এল শেনাওয়ে, এল এরাকি, ওসামা গালাল, হেগাজি, এল ওয়েঞ্চ-ই ফতুয়াহ, আকরাম তাওফিক, আম্মার হামদি, রামাদান সোভি-ই মোহসেন, রায়ান, টেকনিকো ও শাওকি ঘারীব।