অসাম্প্রদায়িক দেশের উজ্জ¦ল দৃষ্টান্ত বাংলাদেশ —-ডা. আরমান আহমদ শিপলু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২২, ১:০৩:৩৬ অপরাহ্ন

সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, ১৯৭১সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রয়িক সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ৩০ লক্ষ শহীদ আত্মত্যাগ করেছেন। আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশে^র বুকে বাংলাদেশ অসাম্প্রদায়িক উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব অত্যন্ত আনন্দের মধ্যে উদযাপন করেন।
গতকাল রোববার সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট রামকৃষ্ণ মিশনের দুর্গামন্দিরসহ মহানগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে পূন্যার্থীদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, স্বামী চন্দ্র নাথানন্দ মহারাজ, দিবাকর ধর রাম, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, বিপুল তালুকদার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাইফুর রহমান সাইফুর, সিলেট মহানগর ছাত্রলীগ নেতাএম. এ ফয়েজ, আরিয়ান হোসাইন প্রমুখ।-বিজ্ঞপ্তি