আওয়ামী লীগ সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে —-প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৫২:০৮ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-৪ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষারব্যবস্থা করে দিয়েছে। যার জন্য আজ নারী শিক্ষার ব্যাপক অগ্রগতি হয়েছে।
গতকাল বুধবার জৈন্তাপুর উপজেলার হযরত শাহজালাল (রহঃ) ডিগ্রি কলেজের একাডেমি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, শাহজালাল (রহঃ) ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজয় কুমার রায়, সহকারী পুলিশ সুপার কানাইঘাট সার্কেল আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোস্তফা আনোয়ার, কলেজ গভর্নিং বডির সভাপতি হেলাল উদ্দিন, গভর্নিং বডি বিদ্যোৎসাহী সদস্য খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, অভিভাবক সদস্য ডাঃ আবুল হাসান চৌধুরী, রফিক আহমদ, শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন।
এর আগে মন্ত্রী উপজেলা সদরে সকাল ৯টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন। পরে মন্ত্রী সারিঘাট, মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং দরবস্ত শ্রীখেল চাল্লাইন রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন, ফাতিমাতুজ জাহার মহিলা মাদ্রাসা পরিদর্শন শেষে বেলা ১টায় কহাইগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।