আগামী মার্চের মধ্যে নারী উদ্যোক্তাদের জন্য পণ্য ডিসপ্লে সেন্টার খোলা হবে: মেয়র আরিফুল হক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২১, ২:৩৭:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের নারী উদ্যোক্তাদের উন্নয়নে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নারী উদ্যোক্তাদের কার্যক্রমে সহযোগিতা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সিলেট চেম্বার ও নারী উদ্যোক্তাদের দাবির প্রেক্ষিতে আগামী মার্চ মাসের মধ্যে সিলেট শহরে নারী উদ্যোক্তাদের জন্য একটি পণ্য ডিসপ্লে সেন্টার খোলার আশ্বাস প্রদান করেন।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইন প্রাঙ্গনে দি সিলেট চেম্বারের উদ্যোগে ৩ দিনব্যাপী ‘এসসিসিআই নারী উদ্যোক্তা সম্মেলন’ এর উদ্বোধন ও ‘সিলেটের নারী উদ্যোক্তাদের প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব এর সভাপতিত্বে তিনি আরো বলেন, নারী উদ্যোক্তাদেরকে গতানুগতিক ব্যবসাগুলো থেকে বেরিয়ে এসে ‘ক্রিয়েটিভ’ মনমানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। সৃজনশীলতা না থাকলে নারী উদ্যোক্তারা নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তিনি বলেন, সিলেটের নারী উদ্যোক্তাদের উৎপাদিত খাদ্য সামগ্রী, পিঠা-পুলি ইত্যাদি বর্তমানে খুব জনপ্রিয়। এগুলো আমাদের অতিথিপরায়ন ঐতিহ্যের ধারক। সৃজনশীল যেকোন পরিকল্পনা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করা হলে আমরা অবশ্যই সেটি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবো। তিনি সিলেটের ঐতিহ্যবাহী বাঁশ ও বেতশিল্পে এগিয়ে আসার জন্য নারী উদ্যোক্তাদের আহ্বান জানান।
এছাড়া, ব্যাংকগুলোকে নারী উদ্যোক্তাদের ঋণ গ্রহণ প্রক্রিয়া সহজীকরণের অনুরোধ জানান। তিনি উল্লেখ করেন, সম্প্রতি শেভরনের সাথে সিলেট সিটি কর্পোরেশন একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে, যে চুক্তি অনুসারে শেভরন সিলেটের তরুণ-তরুণীদের প্রশিক্ষণ প্রদান করবে এবং প্রশিক্ষণ অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর কমিশনার মোঃ নিশারুল আরিফ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উইমেন এন্ড ই-কমার্স (উই) এর সভাপতি নাসিমা আক্তার নিশা।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, পিছিয়ে পড়া নারী সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে আমরা সম্মেলনটি আয়োজনের উদ্যোগ নিয়েছি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও নারীদেরকে এগিয়ে নিতে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, আমরা নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে সিলেট চেম্বার নিয়মিতভাবে প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার ইত্যাদি আয়োজন করছে। আগামীতেও এরকম কর্মসূচী অব্যাহত থাকবে। সম্মেলনে নারী উদ্যোক্তাদের ভ্যাট, ট্যাক্স, বিএসটিআই ও ব্যাংকিংসহ অন্যান্য বিষয়ে ধারণা প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতায় আলাদা বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথ থেকে নারী উদ্যোক্তারা প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট চেম্বারের নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির আহ্বায়ক সামিয়া বেগম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা ও সহ-সভাপতি তাহমিন আহমদ।
অনুষ্ঠানে নারী সমাজের উন্নয়নে ও বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নারী উদ্যোক্তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনে নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত বিভিন্ন সেক্টরের ৬২টি স্টল স্থান পেয়েছে।