আবুল গৌছ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২১, ৩:৩৫:২৩ অপরাহ্ন

মরহুম আবুল গৌছ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় শেখঘাট জিতু মিয়ার বাড়িতে প্রায় ৩’শ অসহায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিতু মিয়া ট্রাস্টের সহায়ক কর্মকর্তা শাহিদ মোবারক, জামিল আহমদ চৌধুরী, হুমায়ুন রশীদ, আবুল সাদি, ফাহাদ, নয়ন, সামি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা মরহুম আবুল গৌছ পরিবারের উদ্যোগে গঠিত গৌছ ফাউন্ডেশনের কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন মরহুম আবুল গৌছ আওয়ামীলীগের একনিষ্ট কর্মী ছিলেন তিনি সব সময় অসহায় মানুষের জন্য কাজ করে গছেন। বিজ্ঞপ্তি