আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা মারা গেছেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২২, ৬:৫২:০৯ অপরাহ্ন

ডাক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
গতকাল শুক্রবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়।
তিনি দেশটির প্রয়াত প্রেসিডেন্ট শেখ জায়েদের জ্যেষ্ঠ পুত্র। ১৯৪৮ সালে জন্মগ্রহণ করা এ নেতা সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয প্রেসিডেন্ট এবং আবুধাবির ১৬তম শাসক ছিলেন।
শেখ খলিফা বিন জায়েদ ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমিরাতের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মৃত্যুর পর তার উত্তরসূরি নির্বাচিত হন শেখ খলিফা।
এদিকে, প্রেসিডেন্টের মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বেসরকারি খাতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে সাতটি আমিরাত রয়েছে। এই আমিরাতগুলোর শাসকদের নিয়ে গঠিত ফেডারেল কাউন্সিল ৩০ দিনের মধ্যে বসে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে।