আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের ইন্তেকাল : আজ জানাজা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২০, ৩:০৩:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ, খাদিম নগর ইউনিয়নের ছালিয়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা আর নেই। গতকাল রোববার (৬ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর দুই ছেলে যুক্তরাজ্য প্রবাসী।
মফিজুর রহমান বাদশার ভাতিজা, সিলেট সদর উপজেলার স্পোর্টস একাডেমির সভাপতি ও যুবলীগ নেতা ইকলাল আহমদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন।
মরহুমের নামাজে জানাজা আজ সোমবার বেলা ২টায় তার গ্রামের বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।