ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২৩’র অভিষেক সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৪:১৫:১৩ অপরাহ্ন

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি ২০২৩ অর্থবছরের কার্যকরী কমিটি ঘোষণার মধ্য দিয়ে নতুন কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।
সম্প্রতি পূর্বলন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাবের হলরুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২১-২০২২ সালের কার্যকরী কমিটির তথা বিদায়ী সভাপতি ডেইলী স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহর সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক, বাংলা সংলাপের সিনিয়র রিপোর্টার, জগন্নাথপুর টাইমস’র এক্টিং এডিটর মুহাম্মদ সাজিদুর রহমানের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের পাবলিক ডিপ্লোমেসি অফিসার শাব্বির শামস। বিশেষ অতিথি ছিলেন সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর আসমা বেগম। অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সাংবাদিক আকলিমা বিবি, মুহাম্মদ সালেহ আহমদ প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানের পূর্বে ২০২৩ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন- দৈনিক উত্তরপূর্বের যুক্তরাজ্য প্রতিনিধি সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলা সংলাপের সিনিয়র রিপোর্টার, জগন্নাথপুর টাইমস’র এক্টিং এডিটর মুহাম্মদ সাজিদুর রহমান ও ট্রেজারার হলেন- বাংলানিউজ ইউএসডটকমের যুক্তরাজ্য প্রতিনিধি মুহাম্মদ সালেহ আহমদ। নির্বাচিত অন্যান্যরা হলেন -সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- ব্রিটিশ বাংলা নিউজের সম্পাদক এটিএম মনিরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট হলেন- জে টাইমস টিভি ইউকের কন্টিভিউটিং ল’ রিপোর্টার ব্যারিস্টার মো. ইকবাল হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি- মিজানুর রহমান মীরু (বিলেত টিভি ও উপস্থাপক, ইকরা বাংলা টিভি) ও আমিনুল হক ওয়েছ (ম্যানচেস্টার প্রতিনিধি, এটিএন বাংলা ইউ.কে)। এসিস্ট্যান্ট ট্রেজারার হলেন- এসকে আশরাফুল হুদা (কনটিভিউটিং রিপোর্টার, জগন্নাথপুর টাইমস), অর্গানাংজিং সেক্রেটারি- শাহিদা আর রহমান (চেয়ার- বিশ্ববাংলানিউজ২৪ ডটকম) মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি সৈয়দা ফেরদৌসী পাশা (ব্যবস্থাপনা সম্পাদক- সত্যবাণী ডটকম), ওয়েলফেয়ার সেক্রেটারী- জুবায়ের আহমদ (যুক্তরাজ্য প্রতিনিধি, ডিবিসি টিভি), ফাস্ট ইসি মেম্বার- আনসার আহমদ উল্লাহ (যুক্তরাজ্য প্রতিনিধি, ডেইলি স্টার) ও মুহাম্মদ শাহেদ রাহমান (বিশেষ প্রতিনিধি, বাংলা মিরর, ইউ.কে), ইসি মেম্বার- জামাল আহমদ খান (সিইও, ২৬শে টেলিভিশন), আনসার মিয়া (প্রকাশক বাংলা সংলাপ)। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির কার্ডিফ কোঅর্ডিনেটর হলেন- মুকিস মনসুর (চেয়ারম্যান, ইউকে বিডি টিভি), নর্থ কোঅর্ডিনেটর হলেন- সৈয়দ সাদেক আহমদ (নিউজ৭১ ও চ্যানেল এস) এবং লুটন কোঅর্ডিনেটর হলেন- আকলিমা বিবি।-বিজ্ঞপ্তি