উপদ্রুত এলাকায় ৬০ হাজার গর্ভবতী মহিলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২২, ৫:০৬:২০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ সিলেট ও সুনামগঞ্জ বন্যা উপদ্রুত এলাকায় প্রায় ৬০ হাজার গর্ভবতী মহিলা রয়েছেন। এর মধ্যে প্রায় সাড়ে ৬ হাজার মহিলার সন্তান প্রসব হবে আগামী চার সপ্তাহের মধ্যে।
বাংলাদেশে নিযুক্ত ইউএনএফপিএ’র প্রতিনিধি ক্রিসিন ব্লকাস এ তথ্য জানিয়ে বলেন, কিছু প্রসূতি মহিলার প্রসব সহজতর হলেও প্রায় এক হাজার মহিলার প্রসবপূর্ব জটিলতা রয়েছে। এসব মহিলার জরুরি ভিত্তিতে বিশেষ চিকিৎসা ও স্বাস্থ্য পরিচর্যার প্রয়োজন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্যা উপদ্রুত এলাকায় এ পর্যন্ত ১৭৭ জন মহিলা সন্তান প্রসব করেছেন।