এইচএসসিতে সিলেট সরকারি কলেজের সাফল্য
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৩৯:৩৪ অপরাহ্ন

এমসি কলেজ প্রতিনিধি : সিলেট সরকারি কলেজ এবারের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। ৯৮৯জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৯৫৭জন।
পাসের হার ৯৬দশমিক ৭৬শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৫৭জন পরীক্ষার্থী। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৪৫ জন, মানবিক বিভাগ থেকে ৬৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪৮জন জিপিএ-৫ পেয়েছেন। কৃতিত্বপূর্ণ সাফল্য সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ সাফল্যের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, ছাত্র-ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম ও তাদের প্রতি শিক্ষকদের নিবিড় মনোযোগ এবং অভিভাবকদের সহযোগিতায় বরাবরের মতো এবারও এইচএসসিতে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি।