সিলেট বারের লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধন
একটি সমৃদ্ধ লাইব্রেরি আমাদের ইতিহাস-ঐতিহ্যের প্রতীক –জেলা বার সভাপতি এটিএম ফয়েজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২২, ৪:৫২:২৫ অপরাহ্ন

সিলেট জেলা আইনজীবী সমিতির লাইব্রেরিকে ডিজিটালে রূপান্তর করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় বার লাইব্রেরি হলে আয়োজিত এক অনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন বলেন, ‘বারের লাইব্রেরি আমাদের ইতিহাস-ঐতিহ্যের প্রতীক। ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে আইনজীবীরা আরো বেশি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। বর্তমান কমিটির সহযোগিতায় লাইব্রেরি সম্পাদক গুরুত্বপূর্ণ কাজটি সম্পাদনে কৃতিত্ব দেখিয়েছেন।’
আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো : ফজলুল হক সেলিম ও এডভোকেট মাহফুজুর রহমান, সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক, সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সাবেক সভাপতি এডভোকেট মো: জামিলুল হক জামিল, সাবেক সভাপতি এডভোকেট এ কে এম শমিউল আলম, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, সমিতির জয়েন্ট সেক্রেটারি-২ এডভোকেট মুমিনুর রহমান টিটু।
এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম, সহ-সম্পাদক এডভোকেট কবির আহমদ। আরো উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সামছুল হক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল কুদ্দুছ, সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুর রকীব, সিনিয়র আইনজীবী এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট শহীদুল ইসলাম, সাবেক লাইব্রেরি সম্পাদক এডভোকেট দিলীপ কুমার দাশ চৌধুরী, সাবেক লাইব্রেরি সম্পাদক এডভোকেট মো: আনছারুজ্জামান, সাবেক লাইব্রেরি সম্পাদক এডভোকেট ওলি উল্লাহ মারুফ, সাবেক লাইব্রেরি সম্পাদক এডভোকেট মো: ছয়ফুল হোসেন, সাবেক লাইব্রেরি সম্পাদক এডভোকেট মো: তাজরীহান জামান, সাবেক লাইব্রেরি সম্পাদক এডভোকেট মো: বদরুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ। বিজ্ঞপ্তি