তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
এক যুগ ধরে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম মেশিন বিকল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ৪:২০:৩১ অপরাহ্ন

তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে রমেন্দ্র নারায়ণ বৈশাখ : তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন ও আল্ট্রাসনোগ্রাম মেশিনটি বিকল হয়ে পড়ে আছে দীর্ঘ প্রায় একযুগ ধরে। শুধু মেশিন নয়, রোগীর রোগ নির্ণয়ে রক্ত পরীক্ষাও হয়না এ কমপ্লেক্সে। ফলে এ উপজেলার স্বল্প আয়ের মানুষজন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে বাধ্য হয়েই ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত টাকা দিয়ে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম ও রক্ত পরীক্ষা করেন।
স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার স্বাস্থ্য খাতে উন্নয়ন করছে। তা সত্ত্বেও রক্ত পরীক্ষার মতো সামান্যতম সেবাও রোগীরা পাচ্ছে না ৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
আবার অনেকেই স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরীক্ষা নির্ভরযোগ্য মনে করে না। তাই বাধ্য হয়ে জেলা শহর সুনামগঞ্জে গিয়ে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম করছেন। এতে নানান ভোগান্তিসহ অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে চিকিৎসা নিতে আসা লোকজন। অভিযোগ রয়েছে, হাসপাতালের এক্স-রে মেশিনটি বিকল থাকার সুযোগে যেখানে এক্স-রে করতে ১২০ টাকা লাগার কথা, সেখানে ডায়াগনস্টিক সেন্টারে আড়াইশ’ থেকে ৩শ’ টাকা নেয়া হচ্ছে।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকবাল হোসেন
জানান, দীর্ঘদিন ধরে বিকল এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম মেশিন চালু করার জন্য আবেদন করা আছে। আর ল্যাব থাকলেও টেকনিশিয়ান না থাকার কারণে রক্ত পরীক্ষার কার্যক্রম হচ্ছে না।
উপজেলা সদরের গোবিন্দশ্রী গ্রামের সচেতন নাগরিক সেলিম আখঞ্জী জানান, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য সেবায় এত উন্নয়ন হওয়ার পরও আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামান্য রক্ত পরীক্ষাই করানো যায় না বিষয়টি মেনে নেয়ার মত নয়।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এক্স-রে মেশিন বরাদ্দ ও ল্যাব টেকনিশিয়ান পদায়নের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব।