এমসি কলেজে জিপিএ-৫ পেয়েছেন ৩৬৪ জন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪০:২৪ অপরাহ্ন

এমসি কলেজ প্রতিনিধি : এইচএসসি পরীক্ষায় সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজ প্রতিবারের ন্যায় এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবছর মুরারিচাঁদ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৩৭৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৭৫ জন পাস করেছে।
পাসের হার ৯৯দশমিক ৪৭শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৬৪ জন শিক্ষার্থী। এছাড়া এ গ্রেডে- ৯জন শিক্ষার্থী ও এ-মাইনাস গ্রেডে ২জন পরীক্ষার্থী পাস করেছেন। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. আশরাফুল কবীর কৃতকার্য সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রচেষ্টায় সাফল্য সম্ভব হয়েছে। এই ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।