এশিয়া কাপ: আফগানদের হারাতে সেরাটা খেলতে হবে বাংলাদেশকে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২২, ৪:২৮:১৮ অপরাহ্ন

বদরুদ্দোজা বদর :
বাংলাদেশ আজ তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে এবারের এশিয়া কাপে। মোকাবেলা করতে হবে শক্তিশালী আফগানিস্তানকে। তাদের প্রথম খেলায় শ্রীলংকাকে বলা যায় দাঁড়াতেই দেয় নি। নতুন বলে ফজলহক ফারুকী ও নাভিন-উল-হক লংকানদের নাস্তানাবুদ করার পর দুই ওপেনার হাজরাতুল্লাহ জাজাই ও রাহমাতুল্লাহ গুরবাজ আফগানিস্তানের জয় সহজ করে দেন। ১২০ বলের খেলায় ৫৯ বল খেলতে হয় নি আফগানদের। তাদের আক্রমণাত্মক ব্যাটিং-বোলিং প্রদর্শন ছিল চোখ ধাঁধানো।
সাকিব ও মুশফিকের দলে ফেরা বাংলাদেশের জন্য একটি খুবই ভালো দিক। পাশাপাশি মুহাম্মদ সাইফুদ্দিন যদি ফিট থাকেন, তাহলে বোলিংয়ে শক্তি বাড়বে দলের। লিটন ও নুরুল হাসান ইনজুরিতে। তাদের জায়গায় দলে নেয়া হয়েছে সাব্বির ও মুহাম্মদ নাইমকে। এতে করে দলের শক্তি কতটা বাড়লো, মাঠেই তাদের প্রমাণ করে দেখাতে হবে।
বাংলাদেশের টিম মেন্টর শ্রীধর শ্রীরাম দলকে গুছিয়ে আনার সুযোগ পেয়েছেন খুব কম। তারপরও ওপেনিং পেয়ার থেকে শুরু করে মিডল অর্ডার যদি যথাযথ সাজাতে পারেন, তাহলে বাংলাদেশের পক্ষে বড় স্কোর করা হয়তো কঠিন কিছু হবে না। বোলিংয়ে মুস্তাফিজ, তাসকিন, সাইফুদ্দিন, এবাদত, নাসুম, মাহেদি হাসান যদি নিজেদের সেরাটা দিতে পারেন, তবে আফগানদের কম রানে আটকে রাখা হয়তো সহজ হবে।
আজকের ম্যাচটি হবে শারজা ক্রিকেট গ্রাউন্ডে। এই মাঠের উইকেট বৈচিত্র্যময়। যদি স্পিন ধরে তবে রশিদ, মুজিব, নবী এই ভয়ংকর আফগান ট্রায়োকে সামলাতে হবে বাংলাদেশের ব্যাটারদের। সবকিছুই দেখা হবে আজ মাঠে। শুভ কামনা বাংলাদেশ।