এসএমপি’র পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে পরিয়ে দেয়া হলো র্যাংক ব্যাজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২২, ১২:৫৮:৫৬ অপরাহ্ন

ডাক ডেস্ক : পুলিশ সুপার থেকে ‘অতিরিক্ত ডিআইজি’ পদে পদোন্নতিপ্রাপ্ত এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম কে অতিরিক্ত ডিআইজি’র র্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়েছে।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় এসএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে ব্যাজ পরিয়ে দেন এসএমপি কমিশনার মোঃ নিশারুল আরিফ এবং পদোন্নতিপ্রাপ্ত অফিসারের সহধর্মিণী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু মাসুদ রানা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ইয়াহিয়া আল মামুন।